1 মিনিটে পড়ুন Updated: 07 Dec 2023, 08:02 AM ISTTulika Samadder
সন্দীপ্তার আইবুড়োভাতের ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রিয় বন্ধু ত্বরিতা। বৃহস্পতিবার বিয়ে আর রিসেপশন দুটোই। দেখে নিন ছবি-
আইবুড়ো ভাত খেলেন সন্দীপ্তা।
বুধবার থেকেই মুখ ভার আকাশের। টিপটিপিয়ে বৃষ্টি। বেশ একটা শীতের আমেদ শহরজুড়ে। আর আবহাওয়ার এই খামখেয়ালিপনার মাঝেই বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের মিষ্টি নায়িকা সন্দীপ্তা সেন। গাঁটছড়া বাঁধবেন সৌম্যর সঙ্গে। গতকাল নিয়ম মেনেই মা-বাবার হাতে খেলেন আইবুড়ো ভাত।
খুব ঘরোয়াভাবেই আয়োজন করা হয়েছিল সন্দীপ্তার আইবুড়োভাতের। গোলাপি রঙের শাড়ি পরেছিলেন তিনি। খোলা চুল, খুব সামান্য মেকআপ। কপালে ছোট্ট একটা কালো টিপ। মা-বাবা আশীর্বাদ করে, মুখে খাবার তুলে দেন সন্দীপ্তার। হাজির ছিলেন প্রিয় বন্ধু ত্বরিতা চট্টোপাধ্যায়। যা গোটা ঘটনার রিল বানিয়ে শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।
২ ডিসেম্বর ছিল এই জুটির এনগেজমেন্ট। বেইজ রঙের লেহেঙ্গায় সেজেছিলেন তিনি। হবু বউয়ের সঙ্গে রং মিলিয়েই পঞ্জাবি বাছেন সৌম্যও। একেবারে হাঁটু মুড়ে বসে সেইসময় বিয়ের জন্য প্রপোজ করেন সৌম্য সন্দীপ্তাকে। হ্যাঁ করতে একফোঁটাও সময় নেননি অবশ্য কনে।
সন্দীপ্তার বর এক নামী ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মচারী।। হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘ওর সঙ্গে একটা মিউজিক লঞ্চের পার্টিতে দেখা হয়েছিল। তবে তার অনেক পড়ে গিয়ে আমাদের সম্পর্কের শুরু হয়। সৌম্যই আগে প্রোপোজ করেছিল। পড়ে আমি হ্যাঁ বলি।’
সকালে রয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। প্রসঙ্গত, একইদিনে হচ্ছে বিয়ে আর রিসেপশন। বিয়ের জন্য ফুসিয়া পিঙ্কের একটা বেনারসি পরছেন অভিনেত্রী। বিয়ের থিম পিঙ্ক অ্যান্ড হোয়াইট। আর সৌম্য পরছে ধুতি আর শেরওয়ানি। বৈদিক মতে এই বিয়ে দিচ্ছেন নন্দিনী ভৌমিক। তাই থাকবে না কোনও কন্যাদান। ১ ঘণ্টার বিয়ে, তারপরই রিসেপশন।
২০২২ সালের জুন মাসে প্রথম সৌম্যর সঙ্গে সম্পর্ক অফিসিয়াল করেন সন্দীপ্তা। একটি হাসিমুখের সেলফি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, 'গল্প হলেও সত্যি'। তবে বিয়েটা এখন হলেও, হানিমুনটা থাকবে পেন্ডিং। আসলে মুক্তি পাচ্ছে বোধন ২। যা নিয়ে বেশ ব্যস্ত থাকবেন সন্দীপ্তা। এছাড়াও, অফিস থেকে লম্বা ছুটি পাবেন না সৌম্যও। ১২ তারিখ থেকে দুজনেই কাজে ফিরবেন। তারপর সময় সুযোগ করে প্ল্যান করবেন সবটা, জানিয়েছেন সন্দীপ্তা।