বাংলা নিউজ > বায়োস্কোপ > Sandhya Mukherjee: মায়াবতী মেঘের রাজ্যে চির তন্দ্রায় গীতশ্রী, মিলিয়ে গেল সুরের আকাশের ইন্দ্রধনু

Sandhya Mukherjee: মায়াবতী মেঘের রাজ্যে চির তন্দ্রায় গীতশ্রী, মিলিয়ে গেল সুরের আকাশের ইন্দ্রধনু

বিদায় নিলেন গীতশ্রী। (ফাইল ছবি)

৯০ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 

সঙ্গীত আবার এক নক্ষত্রপতন। লতা মঙ্গেশকরের পরে এবার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ৯০ বছরে এসে পথচলা শেষ হল তাঁর। গত কয়েক দিন ধরেই অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি শিল্পী। 

১৯৩১ সালে কলকাতার ঢাকুরিয়ায় জন্ম হয় তাঁর। ছয় ভাইবোনের মধ্যে কনিষ্ঠতম ছিলেন তিনি। বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন রেলের অফিসার, মা হেমপ্রভা দেবী গৃহবধূ।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহ ছিল। পণ্ডিত সন্তোষকুমার বসু, এটি কানন, চিন্ময় লাহিড়ির থেকে তিনি তালিম পেয়েছেন। তবে গুরু হিসাবে তিনি বারবার বলতেন উস্তাদ বড়ে গুলাম আলি খাঁ সাহেবের কথা। ছোটবেলা থেকেই ধ্রুপদী সঙ্গীতের তালিম শুরু হয় তাঁর। 

যদিও ছোটবেলা থেকে ধ্রুপদী সঙ্গীতচর্চা দিয়ে শুরু করেছিলেন, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলা আধুনিক গান এবং চলচ্চিত্রের গানেও সমান মাপে জনপ্রিয়তা পান। শুধু বাংলাতেই নন, হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। ১৯৫০ সালে ‘তারানা’ ছবি দিয়ে শুরু করে একের পর এক হিন্দি ছবির গান গেয়েছেন তিনি। সব মিলিয়ে ১৭টি হিন্দি ছবিতে গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 

১৯৫২ সালে পাকাপাকিভাবে কলকাতায়ফিরে আসেন তিনি। শুরু করেন পর পর বাংলা ছবিতে গান গাওয়া। ১৯৬৬ সালে শ্যামল গুপ্তর সঙ্গে বিয়ে হয় তাঁর। শ্যামল গুপ্তর লেখা বহু গানও গেয়েছেন সন্ধ্যা। 

বাংলা সিনেমার গান যত দিন থাকবে, তত দিন অমর থাকবেন সন্ধ্যা মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে একের পর এক কালজয়ী গান গেয়েছেন তিনি। উত্তম কুমারের ছবি মানেই, তাঁর কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান এক সময়ে বাঙালির গানে বসে গিয়েছিল। সে গান না শুনলে বাঙালির মনের আশা মিটত না। হেমন্ত ছাড়াও সুরকার রবিন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষের সঙ্গেও বহু ছবিতে কাজ করেছেন সন্ধ্যা। 

তবে শুধু গান নয়, রাজনৈতিক কারণেও সন্ধ্যা মুখোপাধ্যায় মনে থেকে যাবেন অনেকেরই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে দুঃস্থ আশ্রয়প্রার্থীদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তিনি। অর্থ তোলার বিষয়ে তিনি পুরোভাগে দাঁড়িয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে রেডিয়ো সেন্টার খোলার বিষয়েও তাঁর অগ্রণী ভূমিকা ছিল। বঙ্গবন্ধুকে নিয়ে ‘তুমি ফিরে এলে’ বলে একটি গানও গান সন্ধ্যা। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও তাই তাঁর জনপ্রিয়তা ছিল সমান মাপের। 

কিছু দিন আগেই কোভিড সংক্রমণ হয় তাঁর। সেই সংক্রমণের পরেই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এরই মধ্যে তাঁকে ‘পদ্মশ্রী’ পুরস্কার দেওয়ার কথা শোনা যায়। কিন্তু সন্ধ্যা জানিয়েছিলেন, ওই পুরস্কার তাঁর জন্য অসম্মানজনক। তাই তিনি সেটি নিতে চাননি।

এর কিছু দিন পরে আবার অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শেষ হল একটি যুগের। মায়াবতী মেঘের রাজ্যে পাকাপাকিভাবে চলে গেলেন আধুনিক বাংলা গানের হাতেখড়ি যে কয়েক জন কিংবদন্তির হাত ধরে, তাঁদের একেবারে পুরোভাগে থাকা 

বায়োস্কোপ খবর

Latest News

দিলীপকে নিয়ে দিল্লিতে নালিশ রাজ্যের নেতাদের, পালটা এল মুখ বন্ধ রাখার নির্দেশ রজনীকান্ত থেকে শাহরুখ, ‘ওয়েভস সামিট ২০২৫’ অনুষ্ঠানে কে কেমন সাজলেন বলি তারকারা? কাঞ্চন-শ্রীময়ীর মেয়ের মুখেভাতের আগে স্নান, হলুদ স্কার্ট ও ফুলের গয়নায় সেজে কৃষভি মে মাসের প্রথমেই তুষারপাত সান্দাকফুতে, দার্জিলিং জমজমাট! আবার কবে বরফ পড়বে? হবু মায়ের সামান্য স্ট্রেসেও বিপদ হয় শিশুর, মনমেজাজ ফুরফুরে রাখতে কী করা উচিত? এবারের আইপিএলে এখনও পর্যন্ত সব থেকে ডট বল করেছেন কোন বোলার? জঙ্গি হানা নিয়ে পোস্টার বিতর্ক, নজরদারি বাড়ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে শুক্রাদিত্য রাজযোগে ৩ রাশির আর্থিক অবস্থার হবে উন্নতি, পাবে পদ সম্মান প্রতিষ্ঠা বন্ধুদের সঙ্গে ১০০০০ বাজি! পাঁচ বোতল মদ্যপান করে মৃত্যু যুবকের ইজরায়েলে বিধ্বংসী দাবানল! জাতীয় জরুরি অবস্থা ঘোষণা প্রধানমন্ত্রীর

Latest entertainment News in Bangla

কাঞ্চন-শ্রীময়ীর মেয়ের মুখেভাতের আগে স্নান, হলুদ স্কার্ট ও ফুলের গয়নায় সেজে কৃষভি শাহরুখ থেকে কিয়ারা, ২০২৫ মেট গালায় যোগ দেবেন কোন বলি তারকারা? ইচ্ছাকৃতভাবে খুন! ঠাকুরপুকুর কাণ্ডে ভিক্টোর বিরুদ্ধে দায়ের মামলা ওয়েভস সামিটে ভারতীয় ছবির জয়গাঁথা মোদীর! আলিয়া-শাহরুখ সহ কে কে এলেন? ‘আমার মেয়ের সেরা বাবা…’! ফেসবুকে পোস্ট সারেগামাপা-জয়ী সৌম্যর ২য় বউর, সব ঠিক তো? রাসের টিজার জুড়ে কেবলই নস্টালজিয়া! 'বেঁচে থাকা'র গল্প বলবেন বিক্রম-দেবলীনা ‘ধর্মের নামে চ্যাংড়ামি…’! দিঘার জগন্নাথধাম নিয়ে ক্ষোভ মানসী সিনহার, কী বললেন? গৃহপ্রবেশ-চিরসখায় ভরপুর চমক! শুক্রবারে রুদ্ধশ্বাস দেড় ঘণ্টায় কী ঘটবে? ট্যাক্সের টাকায় মূর্তি-মন্দির বানানোয় 'আপত্তি', কী প্রশ্ন তুললেন ঋত্বিক? ঠোঁট-ঠাসা চুমু রাজ-শুভশ্রীর, সামনেই ইউভান! রাজ-পুত্রের নজর যদিও এই বিশেষ দিকে

IPL 2025 News in Bangla

IPL 2025-এ লজ্জায় ডোবার পরেই ধোনিকে ডেকে কথা বললেন চেন্নাই CEO, তবে কি এটাই শেষ? বড় ধাক্কা খেল MI, IPL থেকে ছিটকে গেল চায়নাম্যান বোলার, বদলিও খুঁজে নিল মুম্বই ‘আজকে পিচ ভালোই ছিল, কিন্তু’… প্লে অফ থেকে ছিটকে যেতেই কার দিকে আঙুল ধোনির? ব্যাটিং ব্যর্থতা,ধোনিতে আস্থা,নিলামের ভুল কৌশল- CSK-এর ভরাডুবির তালিকা বেশ লম্বা ম্যাক্সওয়েল-লকির পরিবর্ত পাওয়া যাচ্ছে না! PSL-র ওপর কেন ফুঁসছেন রিকি পন্টিং? IPL-এ কি বিনিয়োগ করবে সৌদি আরব? জল্পনা বাড়িয়ে চেয়ারম্যান বললেন, ‘এখনও পর্যন্ত…’ প্রথম দল হিসেবে প্লে-অফ থেকে শুধু ছিটকে যাওয়া নয়,সঙ্গে একাধিক লজ্জার নজির CSK-এর 'IPL বেটিং-সহ নানা গেমে আসক্তি, প্রতিবাদ করায় স্ত্রীর মুুন্ডু কেটে খুন' যুবকের CSK-এর প্লে-অফের আশায় জল ঢেলে বিরাট লাফ PBKS-এর, বদলে গেল IPL Points Table IPL-এ মিরাকেল ক্যাচ! PBKS-র শশাঙ্ককে ফিরিয়ে এবি-পোলার্ডকে মনে করালেন প্রোটিয়া

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.