পরিচালক সন্দীপ সিংয়ের আগামী ছবি সফেদ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। তারই প্রচারে বর্তমানে ব্যস্ত আছেন সন্দীপ সিং। এর ফাঁকেই জানালেন সুশান্ত সিং রাজপুতের বায়োপিক নিয়ে তাঁর কী পরিকল্পনা। প্রসঙ্গত এই বিষয়ে জানিয়ে রাখি, ২০২০ সালে যখন সুশান্তকে মৃত অবস্থায় তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তখন সন্দীপ সিং নিজেকে অভিনেতার ভালো বন্ধু বলে পরিচয় দিয়েছিলেন। যদিও অভিনেতার বাড়ির লোকজন জানিয়েছিলেন যে তাঁরা মোটেই তাঁকে চেনেন না। বা তাঁর ব্যাপারে শোনেননি কখনও কিছু।
সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ছবি করবেন সন্দীপ?
এই প্রশ্ন উঠতেই সন্দীপ সিং জানালেন, 'একেবারেই না। মানুষের উচিত মৃত্যুর পর তাঁকে শান্তিতে থাকতে দেওয়া। আমি কখনই ওর জীবন নিয়ে কোনও ছবি বানাব না। আমাকে অনেকেই এই ছবিটি করার জন্য টাকা দিতে চেয়েছেন, কিন্তু তাঁরা এটা বুঝতে চাইছেন না যে সুশান্তের মৃত্যুর পর তাঁর বাড়ির লোকজন, আত্মীয়, বন্ধুবান্ধবদের উপর দিয়ে কী গিয়েছে।' তিনি আরও বলেন, 'কই আমি ওর ভক্তদের তো ওর শেষকৃত্যে দেখিনি। এমনকি ওর বাড়িতেও অরা যায়নি, হাসপাতালেও না। আমি একা ছিলেন। তখন লোকজনের উচিত ছিল আমার পাশে থাকা। উল্টে তাঁরা সেটাকে নিয়ে একটা ইস্যু তৈরি করেছেন। সবাই আমাকে টার্গেট করছেন জনপ্রিয়তা পাওয়ার জন্য। দুঃখের বিষয় কী বলুন তো ওর বাড়ির লোকজন পর্যন্ত আমাকে সমর্থন করেননি, আমার পাশে থাকেননি।'
আরও পড়ুন: 'ও ততদিনে অনেক...' ফিল্ম স্কুলে পড়ার সময় থেকেই শাহরুখের সঙ্গে কাজের ইচ্ছে রাজকুমারের, তবুও এত সময় লাগল কেন?
আরও পড়ুন: 'আমার সামনেই হস্তমৈথুন করেন', ভিন ডিজেলের নামে শ্লীলতাহানির অভিযোগ প্রাক্তন সহকারীর, ১৩ বছর পর করলেন কেস
এরপর সন্দীপ জানান, ' এই বছর থেকে আমি ফের সব নতুন করে শুরু করেছি। আমায় এক সাংবাদিক মেসেজ করে বলেছিলেন যে সন্দীপ তোমার কাজ এখানে শেষ, তুমি এবার বাড়ি যাও বা জেলে। আমি এখনও সেটা সেভ করে রেখেছি।'
কে এই সন্দীপ সিং?
সন্দীপ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর একটি ছবি তৈরি করেছিলেন যা ভীষণ চর্চায় উঠে এসেছিল অভিনেতার মৃত্যুর পর। সুশান্তের মৃত্যুর কেস তাঁর পরিবারের বয়ানের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপকে।