কারণে অকারণে টাকা পয়সা খরচ করতে দুইবার ভাবেননি সমীরা রেড্ডি। একবার তো ২৩ লক্ষ টাকা খরচ করে এসেছিলেন দুবাই মলে ঢুকে। একদিনেরই খোরাক ছিল এই মোটা অঙ্কের টাকাটা। তাও আবার এমন একটা কারণে। যা জানলে চক্ষু ছানাবড়া হবে যে কারও। আপনিও যদি কোনোদিন যান, হয়ত সমীরার মতো একই কাজ করতে বাধ্য হতে পারেন।
ঠিক কী কারণে এক দিনে ২৩ লক্ষ টাকা খরচ করেছিলেন সমীরা
ফাইন্যান্স প্ল্যাটফর্ম ১% ক্লাবের সঙ্গে কথোপকথনের সময় সবটাই খোলসা করেছেন সমীরা রেড্ডি। তাঁর অত্যন্ত খরুচে অভ্যাস সম্পর্কে স্পষ্টভাবে অন্য কথা জানিয়েছেন এদিন। ৪৫ বছর বয়সী এই অভিনেত্রীর কথায়, একটি বিশেষ কারণে দুবাইয়ের মলে গিয়ে এত বেশি টাকা খরচ করে ফেলেছিলেন তিনি। যদিও এখন আর একই কাজ করেন। এসব থেকে দূরেই থাকেন, যতটা সম্ভব।
আসলে সমীরা রেড্ডিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি একদিনে সবচেয়ে বেশি কত টাকা ব্যয় করেছেন? তারই উত্তরে মুসাফির অভিনেত্রী বলেন, দুবাই মলে ২৩ লাখ, শুধুমাত্র ওই মলে পার্সোনাল শপার ছিল বলেই, এত বড় খরচ হয়েছিল তাঁর। এই কারণেই তো ওই শপাররা থাকেন মলে। সমীরা যদিও এখন তাঁদের থেকে অনেকটাই দূরে থাকেন।