পরনে সেনাবাহিনীর উর্দি। আর এই পোশাক পরে তিনি আরও অনেকবেশি দৃঢ়চেতা। ইনি আর কেউ নন, ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। তিনি নির্ভয়, তাঁকে দেশের প্রশাসনিক পদের শীর্ষ ব্যক্তিত্বের উদ্দেশ্যে বলতে শোনা গেল, ‘এটা যুদ্ধ, আমি আর আমার সেনারা এরই জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। আপনিও রাজনীতি সামাল দিন, যেটার প্রশিক্ষণ আপনি নিয়েছেন’। 'স্যাম বাহাদুর' টিজারে এভাবেই দৃঢ়চেতা, 'ডেয়ারডেভিল' সেনা আধিকারিক হয়ে ধরা দিলেন ভিকি কৌশল।
ভারতীয় সেনাবাহিনীর ইতিহাস ঘাঁটলেই জানা যায় ফিল্ড মার্শল স্যাম মানেকশ-র কথা। ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। তাঁরই জীবনের উপর তৈরি 'স্যাম বাহাদুর' ছবির টিজারে দেখা গেল সেই দৃঢ়চেতা, নিজের লক্ষ্যে ও দায়িত্বে অটল ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে। তাঁকে সেনার উদ্দেশ্যে বলতে শোনা গেল, ‘এখানে স্যাম আছে, সেনা কোনওভাবেই পিছু হটবে না।’ এমনকি দেশের স্বার্থে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও বাকযুদ্ধে জড়াতে দেখা গেল তাঁকে। টিজারে ইন্দিরা গান্ধীর চরিত্রটিকে বলতে শোনা গেল, ‘সেনার কর্তব্য দেশের জন্য জীবন দেওয়া’। ভুল শুধরে দিয়ে স্যাম বললেন, ‘সেনার কর্তব্য দেশ রক্ষার জন্য শত্রুর জীবন নেওয়া।’ এভাবেই গোটা টিজারজুড়ে স্যাম মানেকশ রূপে নজর কেড়েছেন ভিকি কৌশল। টিজারেই স্পষ্ট, স্যাম মানেকশ হয়ে উঠতে নিজের চাল-চলন কথার ধরণ সবই বদলে ফেলেছেন ভিকি। যা সত্যিই চমকে দেওয়ার মতো। বোঝাই যাচ্ছে, এই ছবির হাত ধরে অভিনেতা হিসাবে আরও একবার নিজের জাত চেনাবেন ভিকি কৌশল।
আরও পড়ুন-বোনকে ওরা খুন করেছে, আমাকেও হুমকি দেওয়া হচ্ছে, কোথায় আছি তাই জানাতে পারব না: মধুরা
আরও পড়ুন-‘চিকনি চামেলি-র পর মহিলাদের নিয়ে উত্তেজক গান গাওয়া বন্ধ করেছি’, বলেছেন শ্রেয়া
আরও পড়ুন-টুইঙ্কলের সঙ্গে রাজনৈতিক মতাদর্শ মেলে না, রাজনীতির কথা হলে কীভাবে সামাল দেন অক্ষয়?