বলিউড তারকা সলমন খান, আরবাজ খান এবং সোহেল খানের বাবা প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান তাঁর ৮৯ তম জন্মদিন উদযাপন করলেন। সেলিম খানের জন্মদিন উপলক্ষে ইউলিয়া ভান্টুর পোস্ট সলমনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনকে আরও খানিকটা উস্কে দিয়েছে।
সলমনে সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই সেলিম খানের ৮৯ তম জন্মদিনে ইউলিয়ার পোস্ট!
বলিউড তারকা সলমন খান, আরবাজ খান এবং সোহেল খানের বাবা প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান তাঁর ৮৯ তম জন্মদিন উদযাপন করলেন। সেলিম খানের জন্মদিন উপলক্ষে ইউলিয়া ভান্টুর পোস্ট সলমনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনকে আরও খানিকটা উস্কে দিয়েছে। কিংবদন্তি লেখকের জন্মদিনে ইউলিয়া একটি মনে ছুঁয়ে যাওয়া জন্মদিনের বার্তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
তিনি সেলিম খানের সঙ্গে তাঁর একটি সুন্দর ছবিও পোস্ট করেছেন, যেখানে তাঁকে সেলিম খানে কাঁধে মাথা রেখে হাসতে দেখা গিয়েছে। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার অন্যতম প্রিয় মানুষকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন দেশে আমাকে নিজের বাড়ি মতো অনুভব করানোর জন্য আমি ওঁর কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব।’
তিনি আরও লেখেন, ‘কিংবদন্তি সেলিম খান, এত সুন্দর করে প্রেম, ভালোবাসায় তাঁর পরিবারকে ঐক্যবদ্ধ করেছেন, যা সত্যি এই সময় দাঁড়িয়ে প্রশংসার দাবি রাখে। আপনি ভালো থাকুন। আপনার সুস্বাস্থ্যের কামনা করি। ভালবাসা ও আনন্দের সঙ্গে সব সময় আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপর থাক। আপনাকে দেখে আমি সব সময় অনুপ্রাণিত হই। আপনি আরও দুর্দান্ত সব গল্প লিখুন। অনেক শ্রদ্ধা ও ভালবাসা রইল।’
প্রসঙ্গত, বলিউডের এলিজেবেল ব্যাচেলর সলমন খানের সঙ্গে ইউলিয়া প্রায়ই নজর কাড়ছেন। তাঁদের মধ্যেকার ঘনিষ্ঠ বন্ধুত্বকে ঘিরেই এখন আলোকবৃত্ত। তবে এখানেই শেষ নয়। জুটিতে তাঁরা প্রায়ই বিভিন্ন পারিবারিক ইভেন্টে ধরা দিচ্ছেন। এই সব কিছুকে কেন্দ্র করেই তাঁদের নিয়ে তৈরি প্রেমের জল্পনা আরও পোক্ত হচ্ছে। যদিও তাঁদের মধ্যে কেউই তাঁদের প্রেমের সম্পর্কে সিলমোহর দেননি। কিন্তু ইউলিয়া খোলাখুলি ভাবে তাঁর কর্মজীবনে সলমনের প্রভাব স্বীকার করেছেন। এমনকী তাকে বলিউড ঘরানার গানে পারদর্শী করে তোলার জন্যও সমস্ত কৃতিত্ব সলমনকেই দিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি সেলিম খান জাভেদ আখতারের সঙ্গে একটি ডকুমেন্টরি সিরিজে কাজ করেছেন। এর আগে তাঁদের করা কাজ শোলে (১৯৭৫), দিওয়ার (১৯৭৫), জাঞ্জির (১৯৭৩), এবং ডন (১৯৭৮) এর মতো ক্লাসিক সব ছবি ১৯৭০ থেকে ১৯৮০-এর দশকে বলিউডের যে ভাবে গল্প বলেছে, সেই গল্প বলার ধরন নিয়ে জাভেদ আখতার ও সেলিম খান নতুন সংজ্ঞা দিয়েছেন তাঁদের এই ডকু-সিরিজের মাধ্যেমে। তাঁদের আইকনিক এই ডকু-সিরিজটির নাম হল 'অ্যাংরি ইয়ংম্যান'।