বেশকিছুদিন ধরেই চর্চায় রয়েছেন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরা। সম্প্রতি নিজের শো করতে গিয়ে বলিউডের 'ভাইজান' সলমন খানকে ‘গালি’ দিতে শোনা যায় কুণাল কামরাকে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো। সলমনকে নিয়ে এধরনের রসিকতায় আদপে তাঁকে অপমান করা হয়েছে, তাঁকে গালিও দেওয়া হয়েছে, এমনটাই দাবি ভাইজানের অনুরাগীদের। বেজায় চটেছেন তাঁরা।
এদিকে এধরনের মন্তব্য নিয়ে কোনওভাবেই ক্ষমা চাইতেও নারাজ কমেডিয়ান কুণাল কামরা। এরপরই সম্প্রতি বেশকিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে সলমন খান তাঁকে নিয়ে এধরনের রসিকতা করার জন্য স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরার বিরুদ্ধে মানহানির মামলা করবেন।
কিন্তু নাহ, জানা যাচ্ছে, সলমনের আদপে কুণাল কামরার বিরুদ্ধে মামলার কোনও পরিকল্পনা নেই। সলমন ঘনিষ্ঠ এক ব্যক্তি 'জুম'কে জানিয়েছেন, সলমন মামলা করবেন বলে যে খবর রটানো হয়েছে, তার পুরোটাই ভুয়ো। তাঁর কথায়, ‘তিনি (সলমন খান) যদি এভাবে সবার বিরুদ্ধে মামলা করতেন, তাহলে শুধুই আদালতে যাতায়াত করতেই দিন কেটে যাবে। বছরের পর বছর ধরে সলমন এধরনের বহু বিতর্কিত আক্রমণের সঙ্গে মানিয়ে নিয়েছেন। সলমন খুব ভালো করেই জানেন, এধরনের অপমান শুধু অবমাননাকরই নয়, মনোযোগ আকর্ষণের জন্যই করা। সুতরাং সলমনের এধরনের (কুনাল কামরা) বিষয়ে মামলা করার কোনও পরিকল্পনাই নেই।’ ওই ব্যক্তি আরও বলেন, ‘সলমনকে তাঁর বাবা সেলিম খান সবসময়ই এধরনের অপমান উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। সেলিম সাব সলমনকে বলেছেন, এগুলো মনোযোগ আকর্ষণের একটা উপায় মাত্র।’

এদিকে সলমনকে নিয়ে এধরনেক মন্তব্য ক্ষমা চাওয়ার বিষয়ে কুণাল কামরা সাফ জানান, 'আমি উড়ন্ত পাখি বা স্থির ফুটপাথ নই। আর আমি রসিকতার জন্য ক্ষমা চাই না...'। কিন্তু ঠিক কী বলেছেন কমেডিয়ান কুণাল কামরা?
কী বলেছিলেন কুণাল?
কুণাল কামরার কমেডি শোয়ের ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, কুণাল কামরা বলছেন 'প্রতি শনি এবং রবিবার নাকি সলমন খানের থেকে জ্ঞান নিতে হবে।' একইসঙ্গে ওইদিন তিনি নেপোটিজমের প্রসঙ্গও তুলে আনেন কথা প্রসঙ্গে। জানান সলমন খান নাকি একজন 'চু*য়া'। কুণাল আরও বলেন, 'মহিলারা ওকে চড় মারতে পারে আমরা কমেডিয়ানরা ওকে নিয়ে জোকস বলতে পারব না?' সলমন খানকে সেদিন তিনি ‘অ্যাবনরমাল’ বলেও কটাক্ষ করেন।