মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর গণেশ উৎসব উপলক্ষে বেশ কিছু বলিউড তারকাকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন।
মুম্বইয়ের গণেশ বিসর্জন
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর গণেশ উৎসব উপলক্ষে বেশ কিছু বলিউড তারকাকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন সলমন খান, গোবিন্দ, শিল্পা শেঠি, জ্যাকি ভগনানি, সোনাল চৌহান সহ অন্যান্য বহু সেলিব্রেটি। তাঁরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আয়োজিত পুজোয় অংশগ্রহণ করেছিলেন।
সলমন খান তাঁর বোন অর্পিতা খান শর্মাকে নিয়ে একনাথ শিন্ডের বাড়িতে পৌঁছেছিলেন। তাঁরা একসঙ্গে গণপতি বাপ্পাকে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন।
একনাথ শিন্ডে তাঁর ইনস্টাগ্রাম সলমন এবং অর্পিতাকে তাঁর বাসভবনের পুজোর প্যান্ডেল পরিদর্শন করার একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে সলমনকে একটি নীল শার্ট এবং ম্যাচিং ডেনিমে দেখা গিয়েছিল। সকলেই ভাইজানের লুক দেখে বেশ প্রশংসা করেছেন। আরও একটি ছবিতে দেখা গিয়েছে একনাথ শিন্ডে সলমন এবং অর্পিতাকে ফুলের তোড়া এবং একটি করে রঙিন স্কার্ফ উপহার দিচ্ছেন।
শিল্পা শেঠি
সলমন খান ছাড়াও শিল্পা শেঠি কুন্দ্রা, মৃণাল ঠাকুর এবং সোনাক্ষী সিনহাকে দেখা গিয়েছিল। সোনাক্ষীর সঙ্গে তাঁর বর ইকবালকেও দেখা গিয়েছিল। তাছাড়াও আরও অনেক তারকাকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ির গণেশ পুজোয় দেখা গিয়েছে।
সোনাক্ষী ও ইকবাল
শিল্পা একটি উজ্জ্বল গোলাপী ও সবুজ রঙের স্ট্রাইপ দেওয়া শাড়ি পরেছিলেন। তার সঙ্গে একটি চোকার নেকলেস ও হাতে চুরি পরে সেজে উঠেছিলেন। তাঁর হাতে একটি বোটুয়া ব্যাগ ছিল, গ্ল্যাম মেকআপ ও ড্রেপ স্টাইল চুলে দারুণ লাগছিল তাঁকে। অন্যদিকে, মৃণাল ঠাকুর একটি অফ হোয়াইট স্যুট বেছে নিয়েছিলেন। সদ্য বিবাহিতা সোনাক্ষীকেও বেশ সুন্দর লাগছিল। তিনি একটি হালকা আকাশী রঙের শারার সেট পরে ছিলেন। সঙ্গে ইকবাল পরেছিলেন একটি ফ্লোরাল প্রিন্টের পিচ রঙের শার্ট ও সাদা ব্যাগি প্যান্ট।