বাচ্চারা সলমনের বড়ই প্রিয়, একথা হয়তবা অনেকেই জানেন! বহু অনুষ্ঠানেই শিশুদের সঙ্গে সুন্দর সময় কাটাতে দেখা যায় বলিউডের ‘ভাইজান’কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সলমনের নতুন একটি ভিডিও। কী আছে সেই ভিডিয়োতে?
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট মেয়ে সলমনের কাছে আসে এবং সলমন তাকে জড়িয়ে ধরেন। শুধু তাই নয়, এরপর সলমন মেয়েটিকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দেন। ভিডিওতে, পাপারাৎজি ভাইরাল ভায়ানির তরফে শেয়ার করা হয়েছে, তারপর থেকেই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে।
এদিকে ভিডিয়োটির নিজে নেটিজেনরা নানান প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। সেখানে ভিডিওটির নিজে অনেকেই সলমনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ মন্তব্য করেছেন, শিশুদের জন্য ‘সলমনের হৃদয়ে সব সময় একটি বিশেষ জায়গা থাকে।’ একজন মন্তব্য করেছেন, ‘সলমন মেয়ের ভালো বাবা হতে পারতেন।’ একজন লিখেছেন, ‘সলমন সোনালি হৃদয়ের মানুষ।’
আরও পড়ুন-'অন্যায় দেখলে গায়ে হাত উঠে যাবে…', বিগ বসের প্রস্তাব ফেরানোর কারণ জানালেন জারিন খান
এদিকে কাজের ক্ষেত্রে সলমনকে শেষ দেখা গিয়েছিল 'সিকন্দর' ছবিতে, যেখানে তাঁর সঙ্গে ছিলেন রশ্মিকা মান্দানা। ছবিটি যদিও বক্স অফিসে বিশেষ কিছুই করতে পারেনি। তবে এবার অপূর্ব লাখিয়ার ছবিতে দেখা যাবে সলমন খানকে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা বাহিনীর মধ্যে সংঘর্ষের উপর ভিত্তি করে ছবিটি নির্মিত হতে চলেছে। এই ছবির ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বসিত। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সলমন খান ও চিত্রাঙ্গদা। এটা সালমান-চিত্রাঙ্গদার একসঙ্গে প্রথম সিনেমা হতে চলেছে।