সলমন তাঁর ভক্তদের দীপাবলির উপহার হিসেবে বড় পর্দায় নিয়ে এসেছেন টাইগার ৩। দিওয়ালির দিনই ১২ নভেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। কিন্তু কে জানত উৎসবের দিন সলমন খানের ছবি দেখতে গিয়ে এমন আতঙ্কের মধ্যে পড়তে হবে কিছু মানুষকে। যশরাজ স্পাই ইউনিভার্সের এটি তৃতীয় ছবি সলমনের। আর টাইগার ৩-তে যখন এদিন ভাইজান এন্ট্রি নেন তখন একটি হলে কিছু মানুষ আচমকাই বাজি ফাটাতে শুরু করেন। স্বাভাবিক ভাবেই হলের মধ্যে আর যাঁরা ছিলেন সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। সম্প্রতি এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হল ভর্তি লোক। একে রবিবার, তার উপর আবার দিওয়ালির ছুটি। সবটা মিলিয়েই অনেকেই এদিন সলমন খানের টাইগার ৩ দেখতে গিয়েছিলেন। এই হলেও ঠাসা লোক ছিল। ওই যাকে হাউজফুল বলে আর কী। আর তার মধ্যেই একদল মানুষ রকেট ছেড়ে দেন। ফাটাতে থাকেন অন্যান্য বাজি। ঘটনার আকস্মিকতায় অনেকেই এতটা ভয় পেয়ে যান যে তাঁরা ছিটকে বেরিয়ে আসেন হল থেকে। আর এই ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে আহত হন অনেকেই।
আরও পড়ুন: ভোর ৬টায় টাইগার ৩ এর শো শুনে হতভম্ভ ভাইজান, সলমন বললেন, 'আমি তো নির্ঘাত...'
আরও পড়ুন: তোয়ালে পরে মারপিট! 'টাইগার ৩'-এর অ্যাকশন দৃশ্য কীভাবে শুট করেছিলেন ক্যাটরিনা?
তবে মোটেই ভাববেন না যে এই ঘটনা কেবল একটি জায়গাতেই ঘটেছে। আরও একাধিক জায়গাতেই সলমন খানের ভক্তরা এই বিপত্তি ঘটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।