বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: ৫৯-এ বাবা হতে চান ভাইজান! প্রেম দিবসটা একা নয়, কীভাবে কাটালেন সলমন খান?
পরবর্তী খবর
বারবার প্রেমে পড়েছেন, প্রেম ভেঙেছে। পরিণতি পায়নি সম্পর্ক। এমনকী বিয়ের তারিখ পাকা থাকা সত্ত্বেও অকৃতদার তকমা ঘোচেনি ভাইজানের। আজও বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’ লিস্ট থেকে নাম কাটা যায়নি সেলিম খান ও সলমা খান পুত্রের। যদিও ৫৯-এ দাঁড়িয়েও বাবা হওয়ার আশা ছাড়েননি সুপারস্টার। সম্প্রতি ভাইপো আরহানের পডকাস্টে বলেছেন, ‘এখনও (আমার বাবা হওয়ার) সময় আছে। খানিক বেশিই সময় আছে।’ আরও পড়ুন-৯ বছরের সহবাস সম্পর্ক টেকেনি! জন-বিপাশার ব্রেকআপে ফ্যাঁসাদে পড়েন বিবেক, কেন?