৩০ মার্চ মুক্তি পেতে চলেছে এ আর মুরুগাদোস পরিচালিত ছবি ‘সিকান্দর’। ছবি মুক্তির এক সপ্তাহ আগে প্রকাশ্যে এল ছবির ট্রেলার। এই ছবিতে সলমন খান একেবারে তাঁর পুরানো অ্যাংরি লুকে দেখা গিয়েছে। অ্যাকশন হিরো অবতারে ফের ধরা দিয়েছেন নায়ক।
আরও পড়ুন: আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ
সিকান্দরের ট্রেলার সম্পর্কে
৩ মিনিট ৩৮ সেকেন্ডের এই ট্রেলারে সলমনকে তাঁর সাবলীল ছন্দে দেখা গিয়েছে। তাঁকে ‘রাজকোটের রাজা’ হিসেবে পরিচয় করানো হয়েছে। আর রাশ্মিকার চরিত্রকে বলতে শোনা গিয়েছে যে, প্রতিদিন তাঁর বিরুদ্ধে গুন্ডাদের মারধরের অভিযোগ আসে। একটি বিশেষ মামলায় নিযুক্ত হয়ে তিনি মুম্বইতে আসেন। অন্য কয়েক জনের সঙ্গে একটি গুরুতর অপরাধ চক্রের মোকাবেলা করতে, এলাকায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সে সর্বদা প্রস্তুত।
আরও পড়ুন: টিআরপি বেহাল, জি বাংলার এই মেগায় আসছেন সুস্মিতা, পজিটিভ না নেগেটিভ, কেমন চরিত্র?
দর্শকরা কে কী বলছেন?
ট্রেলার দেখে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন লেখেন, ‘প্রথম দিন প্রথম শো-র জন্য অপেক্ষা করতে পারছি না’। আর একজন লেখেন, ‘সলমন খান তাঁর ঈদের উপহার সিকান্দার নিয়ে হাজির!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সলমনের ভক্তরা এর জন্য অপেক্ষা করছিল! এটা হিট হবেই!’
আরও পড়ুন: রণজয়ের সঙ্গে প্রেম শ্যামৌপ্তির? 'সত্যিই আগামী দিনে…', চর্চায় মুখ খুললেন ‘গুড্ডি’
প্রসঙ্গত, সলমনের ‘সিকন্দর’ ঈদ ২০২৫-এ মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। তিমি 'গজিনী', ‘থুপ্পক্কি’, ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’, ‘সরকার’-সহ একাধিক তামিল এবং হিন্দি ছবি পরিচালনার জন্য পরিচিত ছিলেন।
এত বড় তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে পরিচালক পিটিআই-কে একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘যখন আপনি সুপারস্টারদের সঙ্গে কাজ করেন, তখন আপনি ১০০% স্ক্রিপ্ট ধরে এগোতে পারবেন না। দর্শকদের জন্য, ভক্তদের জন্য, ওপেনিংয়ের জন্য আপনাকে আপোষ করতে হবে। আমাদের ভক্তদের সন্তুষ্ট করতে হবে এবং তাঁদের সম্পর্কে ভাবতে হবে। সেই অবস্থানে থাকা কঠিন।’