শুক্রবার ৮৯ বছরে পা দিলেন সেলিম খান। আর তাঁর জন্মদিন উপলক্ষ্যে বাড়িতে যেন চাঁদের হাট বসেছিল। ছেলে মেয়ে সহ নাতি নাতনি সকলেই উপস্থিত ছিলেন। ঘরোয়া আড্ডা, আনন্দে জমে উঠেছিল এই বর্ষীয়ান চিত্রনাট্যকারের জন্মদিন।
সেলিম খানের মেয়ে অর্পিতা খান এদিন একটা ছবি শেয়ার করেন সেলিম খানের জন্মদিনের। সেখানে তাঁদের গোটা পরিবারকে এক ফ্রেমে দেখা যায়। অর্পিতার পোস্ট করা ছবিতে ছিলেন সেলিম খানের প্রথম স্ত্রী সালমা খান, দ্বিতীয় স্ত্রী হেলেন, সোহেল খান এবং তাঁর ছেলে নির্বাণ, আরবাজ খান এবং তাঁর ছেলে আরহান, সলমন খান, আলভিরা, অর্পিতা, অতুল অগ্নিহোত্রী, আয়ুশ শর্মা। এমনকি অর্পিতা আয়ুশের দুই ছেলে আহিল এবং আয়াতও ছিলেন ছবিতে। অর্পিতা খান এই ছবি পোস্ট করে লেখেন, 'শুভ ৮৯ তম জন্মদিন বাবা।'
আরও পড়ুন: ঋষি কৌশিকের চোখে ডুবে এক তরুণী, চিনতে পারলেন টলিউডের অভিনেত্রীকে?
আরও পড়ুন: দীর্ঘদিন ট্রোল্ড না হলে অস্বস্তিতে ভোগেন ঋদ্ধি! বললেন, 'আমি তো খোঁজ খবর নিই যে...'
একা অর্পিতা নন, সোহেল খানও তাঁদের বাবার জন্মদিনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে পোস্ট করা ছবিতে তাঁর দুই ছেলে নির্বাণ এবং ইয়োহানকে দেখা যাচ্ছে। সঙ্গে আছেন আরহান এবং সেলিম খান। তিনি এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'শুভ জন্মদিন। তোমার জন্যই আমরা আছি।'