রবিবারই শেষ হয়েছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির দ্বিতীয় প্রি ওয়েডিং পার্টি। একে একে দেশে ফিরছেন তারকারাও। সঙ্গে চলছে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া। আইপিএল শেষে এমএস ধোনি ও তাঁর পরিবার সামিল হয়েছিলেন এবারের উদযাপনে। আর সোমবার এই ট্যুরের থেকে মেয়ে জিভা ও স্বামীর সঙ্গে কাটানো একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করলেন সাক্ষী ধোনি।
ইতালির পালেরমো শহরের ছবি শেয়ার করলেন সাক্ষী। একটি রেস্তোরাঁয় বাবা-মেয়ে জিভা ও ধোনির খুনসুটির ছবিও উঠে এল। সূর্যাস্তের একটি ছবি রয়েছে সেখানে, রয়েছে কমলা লেবুর বাগানের ছবি। কোনও ক্যাপশন ছাড়াই ছবিগুলি শেয়ার করে নেন সাক্ষী।
দেখে নিন সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম পোস্ট:
এর আগে আম্বানিদের ক্রুজ পার্টির ভিতর থেকেও ধোনির ছবি ফাঁস হয়েছিল। সেখানে একটি ছোট ছেলে ও এক অন্য অতিথির সঙ্গে দেখা গিয়েছিল ক্যাপ্টেন কুলকে। ইউরোপ ভ্যাকেশনের আগে ধোনি বদলান নিজের হেয়ারস্টাইল। গিয়েছিলেন মুম্বইয়ের বান্দ্রায় সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের স্টুডিয়োতে।
আরও পড়ুন: ডিভোর্সের খেসারতে নাতাশাকে দেবেন ৭০% সম্পত্তি! মোট কত কোটির মালিক হার্দিক
ভক্তদের ধারণা, ৪২ বছর বয়সী ধোনি খেলবেন আরও একটা আইপিএল। ব্যাট হাতে আরও একটা বছর দেখা যাবে তাঁকে। যদিও এই ব্যাপারে এখনও কোনও নিশ্চিত তথ্য দেননি ধোনি। চলতি বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হতাশাজনক হার হয় চেন্নাই সুপার কিংসের (সিএসকে)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কাছে ২৭ রানে হেরে নকআউট পর্বে পা রাখতে ব্যর্থ হয় ধোনির দল।