হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদকে নিয়ে রাতদুপুরে ফের একবার সইফ আলি খানের বাড়িতে হাজির হয়েছিল মুম্বই পুলিশ। উদ্দেশ্যে ঘটনার পুননির্মাণ। কাজ শেষে ২০ জানুয়ারি অর্থাৎ সোমবার রাতেই ফের শরিফুল ইসলাম শেহজাদকে গাড়িতে তুলে নিয়ে ফিরে যায় পুলিশ। তবে শুধু সইফের বাড়িতেই নয়, জানা যাচ্ছে, তদন্তের স্বার্থে একাধিক জায়গায় শরিফুলকে নিয়ে ঘটনার পুননির্মাণ করতে পৌঁছে গিয়েছিল পুলিশ।
জানা যাচ্ছে, বান্দ্রায় সইফের আবাসনের পর ন্যাশনাল কলেজ বাসস্টপ ও বান্দ্রা রেলওয়ে স্টেশনেও শরিফুলকে নিয়ে হাজির হয়েছিল পুলিশ। পরে পুলিশ ফের তাকে জিপে তুলে নিয়ে গিয়ে ফিরে যায়। ANI-এর ক্যামেরায় উঠে এসেছে সেই ভিডিয়ো। যেখানে সইফের শরিফুলকে সৎগুরু শরণ বিল্ডিং থেকে বের হতে দেখা যায় মুম্বই পুলিশের জিপকে।
এর আগে থানে থেকে গ্রেফতার করা হয়েছিল সইফের উপর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ মহম্মদ রোহিলা আমিন ফকিরকে। জানা যায়, জেরায় ইতিমধ্যেই নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে ৩০ বছর বয়সী এই বাংলাদেশি। মুম্বইয়ের আদালত শরিফুলকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন-‘ভাড়া বাকি আছে নাকি?’ দামি পোশাক পরে শেষপর্যন্ত কিনা বেসনের বিজ্ঞপন করছেন করণ-অনন্যা!