ছবিতে থাকা এই একরত্তি ছেলেটি কিন্তু আজকের একজন বেশ নামী অভিনেতা। হাসিমুখে ছবিতে প্রাইজ হাতে দাঁড়িয়ে আছেন যিনি তাঁর বাবাও কিন্তু একজন স্বনামধন্য অভিনেতা। চিনতে পারলেন কি তাঁকে? আচ্ছা আরও একটু হিন্ট দিয়ে বলি, ইনি ফেলু মিত্তিরের অ্যাসিস্ট্যান্ট তোপসের চরিত্রে অভিনয় করেছেন? তাও পারলেন না? আচ্ছা, তাহলে বলি ইনি ‘ওপেন টি বায়োস্কোপ’ ছবিতেও ছিলেন। এবার পারলেন তো তিনটি হিন্ট মিলিয়ে তাঁকে আন্দাজ করতে? হ্যাঁ, ইনিই হলেন শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়।অভিনেতা এদিন তাঁর ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন। ছোটবেলার স্মৃতিচারণা করে এই ছবির ক্যাপশনে লেখেন, 'বাবার অ্যাওয়ার্ড, আমি হাতে নিয়ে, পাঞ্জাবি পরে কেতা মেরে। ঠিক আছে তো? ছবিটাও বাবাই তুলে দিয়েছে, সাজিয়েছে মা। পুনশ্চ- সবাই বলছে এখনও একইরকম দেখতে লাগে নাকি আমাকে!'ছবিতে দেখা যাচ্ছে ঋতব্রতর পরনে সাদা পাঞ্জাবি, কপালে ছোট্ট দুটো টিপ। এক গাল হাসি নিয়ে একটি প্রাইজ হাতে তিনি দাঁড়িয়ে আছেন।অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ওরে বাবা রে, কী মিষ্টি এই ছবিটা।' আরেক নেটিজেন লেখেন, 'একদম ঠিক বলেছেন! সত্যি একফোঁটাও পাল্টাননি আপনি! একদম একই রকম মুখের আরাটা রয়ে গেছে!' অন্য আরেকজনের মতে, 'আমার সঙ্গে ছোটবেলার যে ছবিটা আছে সেটার সঙ্গে এখনের ছবির কোনও তফাৎ নেই। এটার সঙ্গেও তাই। একদম এক আছে।' অভিনেতাকে সদ্যই ‘সাবাশ ফেলুদা’ সিরিজে দেখা গিয়েছে সত্যজিৎ রায়ের ‘গ্যাংটকে গন্ডগোল’ গল্পের ভিত্তিতে বানানো হয়েছে এই সিরিজ। এখানে নাম ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে রুদ্রনীল ঘোষ এবং ঋত্বিক চক্রবর্তীকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। অরিন্দম শীল পরিচালিত এই সিরিজ জি ফাইভে মুক্তি পেয়েছিল। দর্শক এবং সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই সিরিজ।