বিয়ের মাস ঘুরতেই দিয়েছিলেন মা হওয়ার সুখবর। অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের মা হতে চলার খবর নিয়ে একসময় কিছু কম চর্চা হয়নি। বিতর্ক তৈরি হয় অভিনেত্রীর সাধের অনুষ্ঠানের ভিডিয়ো ঘিরেও। স্বামী সায়নদীপ সহ আত্মীয়দের বেশিরভাগই 'ছেলে চাই' বলে সমালোচিত হয়েছিলেন। তবে সে সব বিতর্কই এখন অতীত! গত ২৬ জানুয়ারি ছেলের বাবা-মা হয়েছেন রূপসা-সায়নদীপ। এখন তাঁদের ছেলের বয়স সবেমাত্র ২ মাস। এরই মধ্যে ছেলের মুখ দেখালেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়।
শনিবার রূপসা সদ্যোজাত, ঘুমন্ত ছেলেকে বুকে জড়িয়ে দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে ছোট্ট ‘অগ্নিদেব’ ওরফে ডুগ্গু-র মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। যার ক্যাপশানে অভিনেত্রী লেখেন, ‘My kinda Saturday’ (আমার শনিবার) সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি এবং নজর কাঠির ইমোজি।
আরও পড়ুন-'লোকে শুধুই খারাপ কথা বলে, সেটে ঢুকলে আমি চেয়ারেও বসিও না…', শুধুই নিন্দে… দুঃখ পেলেন সলমন