বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupam Islam: 'নোবেল পেয়ে গিয়েছি', বইমেলার দ্বিতীয় দিনই ঘোষণা রূপমের, বিতর্কের মাঝে কেন এমন বললেন রকস্টার?
Rupam Islam: 'নোবেল পেয়ে গিয়েছি', বইমেলার দ্বিতীয় দিনই ঘোষণা রূপমের, বিতর্কের মাঝে কেন এমন বললেন রকস্টার?
1 মিনিটে পড়ুন Updated: 19 Jan 2024, 09:27 PM ISTSubhasmita Kanji
Rupam Islam: এবারের বইমেলায় রূপম ইসলামের নতুন বই তীরে এসো সাহসিনী প্রকাশিত হল। সেই প্রসঙ্গে কী জানালেন রকস্টার?
বইমেলায় রূপম ইসলামের নতুন বই তীরে এসো সাহসিনী প্রকাশিত হল
বছরের শুরুতেই মুক্তি পেল রূপম ইসলামের নতুন গান। বিতর্ক ছাপিয়ে প্রকাশ্যে এল তাঁর নতুন মিউজিক ভিডিয়ো পুরনো গিটার। রাজা চন্দের পরিচালনা এবং বিশ্ব রায়ের সুর ও রচনায় মুক্তি পেল এই গান। আর তাতে গলা দিয়েছেন রূপম। গানটিতে উঠে এসেছে সামাজিক অবিচার এবং শোষণের বিরুদ্ধে বাণী। এটি একটি প্রতিবাদী গান যেখানে সমাজের নিম্ন স্তরের মানুষের কথা উঠে এসেছে। মিউজিক ভিডিয়োতে অভিনয় করতেও দেখা যাবে রূপম ইসলামকে।
রূপম ইসলামের নতুন গান
পুরনো গিটার গানটি যিনি লিখেছেন তিনি একজন পুলিশ অফিসার। সমাজের বিভিন্ন সমস্যাকে তিনি এই লেখায় তুলে ধরেছেন। ফলে এই গানটি যে খানিক গণসঙ্গীতের আঁচ পাওয়া যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে থাকবে বাংলা সিনেমার প্রচলিত ধারার আভাস।
রূপমের কথায় তিনি অমিত কুমারের গাইডেন্স মেনে চলেছেন এই গানটি গাওয়ার সময়। এখানে গায়কের নিজস্বতাও থাকবে বলে জানা গিয়েছে। এদিন কলকাতার একটি ক্লাবে মুক্তি পায় এই গান। সেখানে তিনি এই গানটি গেয়েও শোনান উপস্থিত শ্রোতাদের।
পুরনো গিটারের গায়ক রূপম, পরিচালক রাজা চন্দ এবং লেখক বিশ্ব রায়
পুরনো গিটার মুক্তির অনুষ্ঠানে
রূপমের নতুন বই
এবারের বইমেলায় রূপম ইসলামের নতুন বই তীরে এসো সাহসিনী প্রকাশিত হয়েছে। সেই বইয়ের তুমুল প্রশংসা করেছেন খোদ জয় গোস্বামী। সেই বিষয়কে মনে রেখে গায়ক জানিয়েছেন, 'আমি নোবেল পুরস্কার পেয়ে গিয়েছি জয় গোস্বামীর হাত ধরে।'
প্রসঙ্গত কয়েকদিন ধরেই বিতর্ক উসকে গিয়েছে। একটি শোয়ের পর এক ভক্ত রূপমের সঙ্গে জোর করে সেলফি তুলতে চাইলে তিনি রেগে যান। মেজাজ হারিয়ে করেন গালিগালাজ। তারপর তিনি আরও জানান যে কোনও শোয়ের পর কুড়ি মিনিট তাঁর একান্ত নিজের। সেখানে কেউ তাঁকে বিরক্ত করলে তিনি তাঁর কান মুলে ভাষা শিক্ষা দেবেন।