সদ্যই প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। সেখানেই ঘাটাল কেন্দ্রে বিপুল ভোটে হিরণ চট্টোপাধ্যায়কে পরাজিত করেছেন দেব। তারপরই সোশ্যাল মিডিয়ায় কী হেঁয়ালি ভরা একটি পোস্ট করলেন রুক্মিণী মৈত্র।
আরও পড়ুন: অথৈ মুক্তির একমাস পরেই ছাদনাতলায় যাচ্ছেন সোহিনী! কবে বিয়ে করছেন ৬ বছরের ছোট শোভনকে?
দেব এবং রুক্মিণীর পোস্ট
গত তিন মাস ধরে এক টানা ভোটের প্রচার চালিয়ে গিয়েছেন দেব। প্রথমে না বললেও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নির্বাচনে লড়তে রাজি হন দেব। দুইবার যেখান থেকে জিতেছেন সেই ঘাটাল কেন্দ্র থেকেই এবারও প্রার্থী হন। তাঁর বিপরীতে দাঁড়িয়েছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। গত তিন মাস প্রচারের সময় নানা ভাবে নানা সময় দেবকে কটাক্ষ করেছেন হিরণ, করেছেন বিদ্রুপ, হুমকি দিয়েছেন, আক্রমণ শানিয়েছেন। দেবও তার পাল্টা জবাব দিয়েছেন কখনও, কখন চুপ থেকেছেন। কখনও অন্যভাবে উত্তর দিয়েছেন। তবে ভোটের ফলাফল বেরোতেই দেখা যায় ঘাটাল কেন্দ্রে দেব হিরণকে বিপুল ভোটে পরাজিত করেছেন।
তারপর এদিন তাঁর সঙ্গেই তাঁর বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্রও একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে একটি হরিণের গা ঘেঁষে আদুরে ভাবে দাঁড়িয়ে আছে একটি বাঘ। সঙ্গে লেখা ঘৃণার থেকে ভালোবাসা বড়। ফলে এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে তাঁরা দুজন কার উদ্দেশ্যে কী বার্তা দিতে চেয়েছেন। তবুও এদিন দেবের জয়ের পর রুক্মিণী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

দেব ঘাটাল কেন্দ্রে জেতার পর কী বললেন রুক্মিণী?
রুক্মিণী মৈত্র এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, '৪ জুন ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক দিন হিসেবে রয়ে যাবে। নির্বাচনে হার জিৎ লেগেই থাকে। কিন্তু এই তিন মাস যাঁরা কঠিন পরিশ্রম করেছেন তাঁদের আমার কুর্নিশ। এই তিন মাসে দেব নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এবং তার ফল পেয়েছে। আমি ওর জন্য খুবই খুশি।'
একই সঙ্গে রুক্মিণী জানান, দেব জেতায় তিনি খুশি বটে তবে তাঁর মতে দলের একজন সদস্য হিসেবে দেবের জয়ের সঙ্গে বাঘাযতীন মানুষের মনেও একটা বিরাট জায়গা দখল করে নিয়েছে। তাঁর কথায়, 'সবাই নিজের দল জিতুক চাইবে। কিন্তু আমার মনে হয় সকলে একজন ভালো মানুষ হিসেবে দেবের জয় চেয়েছিল।'
এই বিষয়ে বলে রাখা ভালো রুক্মিণী মৈত্রকে আগামীতে বুমেরাং ছবিতে দেখা যাবে। এই ছবিটি আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে। বক্স অফিসে টক্কর জমবে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার অযোগ্যর সঙ্গে।