সব শুরুরই একটা শেষ আছে। জীবন হোক কিংবা সিনেমা- সিরিয়াল, শুরুর পর ধীরে ধীরে শেষের পথেই হাঁটতে হয় সবকিছুকেই। সেই নিয়মেই ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার শেষ হল টেলিপর্দার 'নিম ফুলের মধু' সিরিয়াল। দর্শকদের থেকে বিদায় নিলেন সৃজন-পর্ণা। বিদায় বেলায় তাই আবেগঘন সিরিয়ালের সমস্ত কলাকুশলীরাই।
‘সৃজন’- রুবেল শ্যুটিং শেষ করেছিলেন কয়েকদিন আগেই। আর শুক্রবার সারাদিনই শ্যুটিং করলেন 'নিম ফুলের মধু' অভিনেতা-অভিনেত্রীরা। এদিন সোনালি কাঞ্জিভরমে সেজে উঠেছিলেন 'পর্ণা' ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা। শ্যুটিংয়ের ফাঁকে হল জমিয়ে পেটপুজো। মেনুতে ছিল ভাত, ডাল, ভাজাভুজি, তরকারি, মাংস, চাটনি, মিষ্টি সহ ছিল আরও কত কী...। এদিন তই সকাল থেকে ইন্দ্রপুরী স্টুটিওতে ছিল হইচই। তদরকি করতে দেখা যায় পল্লবীকে।
এদিন সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রী কাটলেন সিরিয়ালের নাম লেখা নীল-সবুজ রঙের একটি কেক। সকলে সঙ্গে শেষদিনে সামিল হতে সেসময় উপস্থিত ছিলেন রুবেলও। ছিলেন অরিজিতা মুখোপাধ্যায়, সোমু সরকার, তনুশ্রী গোস্বামী সহ আরও অনেকেই। এসেছিলেন ‘নিম ফুলের মধু’র মৌমিতা ওরফে অন্তঃসত্ত্বা মানসীও। তবে কাঁদবেন না কেউ, এদিন এই প্রতিজ্ঞাই করেছিলেন এই সিরিয়ালের কলাকুশলীরা। তাই অনেক কষ্টে আবেগকে সামলালেন সকলে। তবে এর মাঝেও অনেকের চোখ ছল ছল করে উঠল। খেতে বসার মানসী সেনগুপ্ত যখন বললেন, ‘আজকে খেতে মন চাইছে না…।’ অরিজিতা বললেন, ‘আমি ওই বিষয়টায় ঢুকতেই চাইছি না, তাহলে এখন আর শ্যুটিংই করতে পারব না।’ মানসী তখন বলেন, ‘আমি একপ্রস্থ কেঁদে গিয়েছি, আমার শেষদিনে।’
সুখ স্মৃতি নিয়েই সকলে শেষপর্যন্ত ফিরলেন বাড়ি। শেষ দিনের কিছু মুহূর্ত উঠে এসেছে অভিনেত্রী পল্লবী শর্মার ইনস্টাস্টোরিতে।


আবার আবেগতাড়িত হয়ে 'নিম ফুলের মধু'র পর্ণা-সৃজনের জ্যেঠিমা, অভিনেত্রী তনুশ্রী গোস্বামী ফেসবুকে লেখেন, ‘সব শুরুর শেষ আছে... এরও অন্যথা হবে না…Will be missing you দত্ত বাড়ি’।
এদিকে 'নিমফুলের মধু' সিরিয়ালের পরিচালক প্রযোজক শ্রীজিৎ রায়েরই একটি নতুন সিরিয়ালের শ্যুটিং শুরু করেছেন পর্দার 'সৃজন' ওরফে রুবেল দাস। তাই রুবেলের অনুরাগীদের মন খারাপ কিছুটা হলেও মিটতে চলেছে। এবার পল্লবীকে ছেড়ে মোহনা মাইতি-র সঙ্গে পর্দায় আসছেন রুবেল দাস। ইতিমধ্যেই সেই সিরিয়ালের প্রোমোও সম্প্রচারিত হয়েছে।