
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বুধবার, ২৫ জানুয়ারি একদম মাঝ সপ্তাহে কোনও ছুটির দিন ছাড়াই মুক্তি পেয়েছিল পাঠান। কিন্তু তাতে কী? দেশজুড়ে পাঠান নিয়ে উন্মাদনা এমনই তুঙ্গে ছিল যে মাত্র দুদিনেই ছবিটি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। বিশ্বজুড়ে ৮০০০টির বেশি পর্দায় চলছে এই ছবি। প্রথম স্ক্রিনিংয়ের পর আরও ৩০০টি শো বেড়েছে। ফলে পাঠান থুড়ি শাহরুখ খানের কামব্যাক ছবি যে বলিউডে আবার প্রাণ ফিরিয়ে এনেছে সেটাই নয় তাঁর স্টারডম, ম্যাজিক কতটা সেটাও আরও একবার প্রমাণ করে দিল। প্রমাণ করল আরও একটা জিনিস। যাঁরা এই ছবিটির বিরোধিতা করেছিলেন তাঁদের দিল কড়া জবাব।
ইতিমধ্যেই টলি, বলির একাধিক তারকা এই ছবির পাশে দাঁড়িয়েছেন। ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে অনেকেই বয়কট রব তুলেছিলেন যাঁরা তাঁদের কটাক্ষ করেছেন। কিছুদিন আগে করণ জোহর প্রথমে এই বিষয়ে মুখ খোলেন। তারপর সেই দলে নাম লেখান আলিয়া ভাট, বাবুল সুপ্রিয়, প্রমুখ। এবার এই ছবি প্রসঙ্গে কথা বললেন অভিনেতা ঋদ্ধি সেন।
ঋদ্ধি শনিবার, ২৮ জানুয়ারি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন পাঠান নিয়ে। অভিনেতা তাঁর এই ফেসবুক পোস্টে লেখেন, 'পাঠান চলচ্চিত্র হিসেবে কেমন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকতে পারে। কারও জঘন্য লাগতে পারে, কারও খুব ভালো। কিন্তু পাঠান এই বয়কট মুভমেন্টের গালে একটা বড় চড়।' তিনি আরও লেখেন, ' ছবি হিসেবে কেমন সেটা নিয়ে তর্ক থাকুক, থাকবেই, বাণিজ্যিক ছবির ভাষার দিক থেকেও পাঠান একঘেঁয়ে। কিন্তু পাঠান এও প্রমাণ করল যে কেউ ভারতবর্ষের নাগরিকদের হুকুম করে বলে দেবে না তাঁদের কোন ছবি দেখা উচিত আর কোন ছবি বয়কট করা উচিত। কোনটা সভ্য পোশাক আর কোনটা অসভ্য। কার পদবী কী, কোনটা সৌজন্যবোধ আর কোনটা নয়। গেরুয়া রং পোশাকে ব্যবহৃত হবে না হলুদ।'
তিনি পাঠান বিরোধী ধর্মীয় দলগুলোর উদ্দেশ্যে লেখেন, 'ক্ষমতার নির্দেশ করে দেওয়া এই সমস্ত সংস্কারী ভারতীয় নাগরিক হওয়ার পাঠকে ভারতীয় জনগন বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।'
অভিনেতার এই পোস্টে বহু মানুষ কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ' একদম ঠিক বলেছেন।' আরেক ব্যক্তি লেখেন, 'দিয়েছ ঠাসিয়ে।' অধিকাংশ মানুষই তাঁর এই পোস্টের সঙ্গে সহমত পোষণ করেছেন।
শাহরুখ খান ছাড়াও পাঠান ছবিতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। সলমন খান এই ছবিতে ক্যামিও চরিত্রে আছেন। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবির বেশরম রং গানটি মুক্তি পাওয়ার পর নানা বিতর্ক তৈরি হয়েছিল। বয়কট পাঠান মুভমেন্ট শুরু হয়। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর সেগুলো সব ভক্তদের উচ্ছ্বাসে ভেসে গিয়েছে।
৳7,777 IPL 2025 Sports Bonus