অবশেষে অপেক্ষার অবসান! অনুষ্ঠিত হয়ে গেল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২২। এই পুরস্কারের আসরে চলতি বছর প্রত্যাশিতভাবেই বাজিমাত করল মোদক পরিবার। একটানা ৪০ সপ্তাহেরও বেশি বেঙ্গল টপার থাকা মিঠাই-এর ঝুলিতেই যে চলতিবার সবচেয়ে বেশি পুরস্কার যাবে তা কারুর অজানা ছিল না। টেলিপাড়া সূত্রের খবর, সোনার সংসারে কোনওরকম দ্বিমত ছাড়াই সেরা নায়ক ও সেরা নায়িকা নির্বাচিত হয়েছেন সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়। জনতার ভোটে সেরা সিধ-মিঠাই। অন্যদিকে সেরা পরিবার ও সেরা ধারাবাহিকের পুরস্কারও পেয়েছে মোদক পরিবার (মিঠাই)। পুরস্কারের লাল গালিচায় রেড হট লুকে ধরা দিল 'মিঠাই' সৌমিতৃষা। লাল শিফন শাড়িতে পাওয়া গেল মোদক বাড়ির এই সদস্যাকে। অন্যদিকে নীল রঙা প্যান্ট-স্যুটে ধরা দিলেন সিদ্ধার্থ। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মদন মিত্র-সহ টলিউডের একঝাঁক তারকা। পৌঁছেছিলেন আবির, অঙ্কুশ, পায়েল-সহ আরও অনেকে। এক নজরে দেখুন পুরস্কার প্রাপকের তালিকা-সেরা বউমা- যমুনা (যমুনা ঢাকি)সেরা দেওর- সোম (মিঠাই)সেরা বাবা ও মা- পারোমিতা-অপূর্ব (কড়ি খেলা)প্রিয় বউ- অপু ( অপরাজিতা অপু)প্রিয় বর- দীপু ও সংগীত (অপরাজিতা অপু ও যমুনা ঢাকি)সেরা নায়ক- সিদ্ধার্থ (মিঠাই)সেরা নায়িকা- সৌমিতৃষা (মিঠাই)সেরা ধারাবাহিক- মিঠাইকবে বা কোন সময় এই অ্যাওয়ার্ড সেরেমানি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি। তবে চলতি মাসের শেষের দিকেই টেলিকাস্ট হওয়ার কথা ‘সোনার সংসার’-এর।