কদিন আগেই প্রাণনাশের হুমকি দেওয়া হয় কোরিওগ্রাফার রেমো ডি'সুজাকে। তবে সেসবের মাঝেই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ২০২৫-এ অংশ নিলেন রেমো। স্নান করার একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন তিনি।
কুম্ভমেলায় রেমো
সম্প্রতি স্ত্রীকে নিয়ে মহা কুম্ভ মেলা ২০২৫-এ গিয়েছিলেন রেমো। প্রয়াগরাজের পবিত্র জলে স্নান করার অভিজ্ঞতার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা। ভিডিয়োটিতে একটি হৃদয়গ্রাহী মুহূর্তও ধরা পড়েছে, যেখানে শ্রদ্ধেয় স্বামী কৈলাশানন্দ গিরি মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিলেন তাঁরা।
রেমোর সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্টে মহা কুম্ভ মেলা ২০২৫-এ তাঁর সাদামাটা সফরের এক ঝলক দেখা গেল। শেয়ার করা ভিডিওতে, রেমোকে একটি কালো পোশাকে দেখা যায়। ওড়না দিয়ে ঢেকে রেখেছিলেন মুখ। শুধু বেরিয়ে আছে চোখ দুটো। এক মহিলা চিনে ফেললেও, কোনোরকেতা এড়িয়ে যান। এরপর নৌকা করে, সঙ্গমে পৌঁছে স্নান করেন রেমো।
তিনি কোনও ক্যাপশন ছাড়াই ভিডিওটি পোস্ট করেছেন, তবে হ্যাশট্যাগ দেন: ️ #harhargange, #mahakumbh2025, #mahakumbhmela2025, #uterpradeshtourism এবং #prayagraj।
অপর একটি পোস্টে স্বামী কৈলাশানন্দ গিরি মহারাজের থেকে আশীর্বাদ নিতে দেখা যায় রেমো ও লিজেলকে। Swami kailashanand giri ji-র অফিসিয়াল ইনস্টা আইডি থেকে রেমো ও লিজেলের ছবি শেয়ার করে লেখা হয়েছে। জানানো হয়েছে আশীর্বাদ করে রেমোর গায়ে শাল জড়িয়ে দেন মহারাজ আর গলায় পরিয়ে দেন একটি রুদ্রাক্ষে মালা।
প্রাণনাশের হুমকি পেলেন রেমো
অভিনেতা ও কমেডিয়ান কপিল শর্মা, অভিনেতা রাজপাল যাদব, কোরিওগ্রাফার রেমো ডি'সুজা এবং অভিনেতা-গায়ক সুগন্ধা মিশ্র-সহ চার বিশিষ্ট বলিউড সেলিব্রিটিকে পাকিস্তান থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। এই নিয়ে একটি এফআইআর দায়ের করা করেছে মুম্বই পুলিশ।
মৃত্যুর হুমকি সম্বলিত ইমেলটিতে বলা হয়েছে, ‘আমরা আপনাদের সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি এবং আমরা বিশ্বাস করি যে একটি সংবেদনশীল বিষয় আপনার নজরে আনা গুরুত্বপূর্ণ। এটি কোনও পাবলিসিটি স্টান্ট বা আপনাকে হয়রানি করার চেষ্টা নয়, আমরা আপনাদেরকে এই বার্তাটি অত্যন্ত গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।’ ইমেলটির প্রেরক 'বিষ্ণু' নামে স্বাক্ষর করেছিলেনন।
কপিল শর্মা এবং তার দলকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে ইমেলর মাধ্যমে, কারণ তাঁর শোটি সলমন খান স্পনসর করছেন। যাদবের স্ত্রী রাধা রাজপাল যাদব এই নিয়ে মুম্বইয়ের আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রেমোর স্ত্রী লিজেল ডি'সুজা অস্বীকার করেছেন। জানান, ‘না, এটি মিথ্যা, এরকম কিছুই নয়।’ তিনি আরও বলেন, 'আমরাও এটা (গণমাধ্যমে) পড়েছি। আমরা কোম্পানির ইমেল আইডিতে অন্য কিছু সম্পর্কে স্প্যাম ইমেল পেয়েছি, যার জন্য আমরা পুলিশকে জানিয়েছি। সাইবার বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে এবং তারা এটাও স্প্যাম বলে মনে করছে।
তিনি আরও বলেন, ‘এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যদি কিছু থাকে, তাঁরা (পুলিশ) বিষয়টি দেখবে। আমি জানি না কেন এর সঙ্গে (প্রাণনাশের হুমকি) যুক্ত করা হয়েছে। মিডিয়া হয়তো ভুল ব্যাখ্যা করেছে। এটি অন্য কারও জন্য হতে পারে এবং তারা অবশ্যই অন্যদের সঙ্গে জিনিসগুলি গুলিয়ে ফেলেছে।’