শনিবার আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান সঞ্চালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। মঞ্চে অভিনেতার সঙ্গে যোগ দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলিও। কিন্তু শাহরুখের এই উপস্থাপনা দেখে অনেকেই রেডডিটে 'বিরক্তিকর' বলেছেন। অনেকের মতে অভিনেতা এদিন প্রস্তুত ছিলেন না।
একজন রেডডিটে শাহরুখ এবং বিরাটের একটি ছবি পোস্ট করে জিজ্ঞাসা করেছেন, ‘আজকের অনুষ্ঠানে শাহরুখকে দেখে কেন মনে হচ্ছিল তিনি অনেক কষ্ট করছেন?’ অন্যদের চোখেও এই বিষয়টা ধরা পড়েছে কিনা তা তিনি জানতে চান।
আরও পড়ুন: রণজয়ের সঙ্গে প্রেম শ্যামৌপ্তির? 'সত্যিই আগামী দিনে…', চর্চায় মুখ খুললেন ‘গুড্ডি’
একজন লিখেছেন, ‘আমি জানি না কে শাহরুখ খানকে অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল… আমি জানি তিনি টাকার জন্য এটা করেছেন, কারণ তিনি নিজেই এটা বলেছেন কিন্তু ওঁর প্রতিটি অনুষ্ঠানই পক্ষপাতদুষ্ট এবং ওঁর ক্ষমতার উপর নির্ভর করে। আমি সেই দিনগুলিকে মিস করি যখন প্রকৃত উপস্থাপকরা অভিনেতা-অভিনেত্রীদের মতো সেজে তাঁদের সঙ্গে না না ভাবে মজা করতেন।' আরেকজন লিখেছেন, ‘এটা মজার যে, যে সবসময় লাইমলাইটে থাকে তখন তাঁকে আরও বেশি করে আলোকবৃত্তে রাখা হয়।’ একজন লিখেছেন, ‘বিরাট দ্রুত নামতে চেয়েছিলেন।’
আর এক নেটিজেন লেখেন, ‘সত্যি। পুরো উদ্বোধনী অনুষ্ঠানটা খারাপ ছিল। গান ও নাচের কোনও পারফরম্যান্সই ভালো ছিল না। খুবই নিরস। যেন উদ্বোধনীতে কিছু করতে হবে তাই করছে।’
আরও পড়ুন: ডেলিভারির সময় মানসীর পাশেই থাকলেন তাঁর স্বামী! ভাইয়ের কী নাম রাখল ছোট্ট তুহু?
অনেকে আবার অনুষ্ঠানের ব্যর্থতার কারণ সম্পর্কে তাঁদের মতামতও প্রকাশ করেছে। একজন লেখেন, ‘আমি মনে করি ওঁরা কেউই ভাবেনি যে অনুষ্ঠানটা আসলে হবে কারণ বৃষ্টির পূর্বাভাস ছিল। তাই কম অনুশীলন করেছে, ফলে সবটা খারাপ হয়েছে।’ আরেকজন বলেছেন, ‘ক্রিকেট এবং বলিউডের বিনোদন এত অতিরিক্ত পরিমাণ যে সবাই যান্ত্রিক হয়ে উঠেছে। এমনকি ওঁরাও জানে যে দর্শকরা জানে তারকারা কেবল টাকার জন্য এতে আছে। বিনোদন এবং খেলা এই দুইয়ের মাঝে বিরতি থাকা প্রয়োজন। দর্শকরাও এই বিরতি চায়।’