বাংলা নিউজ > বায়োস্কোপ > Rashmika-Vijay: 'ওর মতো কেউ আমায়...' প্রেমের বিষয়ে মুখে টুঁ শব্দ নেই, তবুও বিজয়ের স্তুতি করে কী বললেন রশ্মিকা?
পরবর্তী খবর
Rashmika-Vijay: 'ওর মতো কেউ আমায়...' প্রেমের বিষয়ে মুখে টুঁ শব্দ নেই, তবুও বিজয়ের স্তুতি করে কী বললেন রশ্মিকা?
1 মিনিটে পড়ুন Updated: 01 Feb 2024, 10:07 AM ISTSubhasmita Kanji
Rashmika Mandanna: কানাঘুষোয় শোনা যায় রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা চুপিচুপি প্রেম করছেন। কিন্তু প্রকাশ্যে তাঁরা কখনই সে কথা স্বীকার করেননি। এবার বিশেষ বন্ধুর বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।
বিজয়ের স্তুতি করে কী বললেন রশ্মিকা?
দীর্ঘদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে নাকি চুপিচুপি চুটিয়ে প্রেম করছেন রশ্মিকা মন্দানা। প্রকাশ্যে যদিও তাঁরা সেই বিষয়ে কিছুই বলেননি। তবে সম্প্রতি রটে গিয়েছিল যে তাঁরা নাকি ফেব্রুয়ারি মাসেই বাগদান করতে চলেছেন। এবার তাঁদের সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী। উই আর যুবা নামক শোতে তাঁর এবং বিজয়ের রসায়ন সম্পর্কে জানালেন।
বিজয় দেবেরাকোন্ডার বিষয়ে কী বললেন রশ্মিকা মন্দানা?
এদিন বিজয়ের প্রসঙ্গে এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান 'বিজু এবং আমি প্রায় একসঙ্গেই বড় হয়েছি। তাই আমি আমার জীবনে এখন যাই করি না কেন তাতেই ওর কোনও না কোনও ভাবে অবদান থাকে। আমি যাই করি সেটা ওর সঙ্গে পরামর্শ করেই করি। ওর মতামতের প্রয়োজন হয় আমার। ও সবেতেই হ্যাঁ বলে দেয় না। বরং ওর যা বক্তব্য বা বলার থাকে সেটাই বলে। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ও ভাবছে, কোনটা নয় সবটাই। আমার গোটা জীবনে ওর মতো আর কেউ এভাবে আমায় সাপোর্ট করেনি। তাই ও এমনই একজন মানুষ যাকে আমি খুব শ্রদ্ধা করি।'
কিছুদিন আগে যখন রটে গিয়েছিল যে রশ্মিকা এবং বিজয় ফেব্রুয়ারি মাসেই বাগদান সারতে চলেছেন তখন সেই জল্পনায় খোদ অভিনেতা জল ঢেলেছেন। তিনি এই বিষয়ে লাইফস্টাইল এশিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমি ফেব্রুয়ারি মাসে বাগদান সারছি না বিয়েও করছি না। তবে আমার মনে হয় প্রতি দুই বছরে একবার করে সাংবাদিকরা আমার বিয়ে দিয়েই ছাড়বেন। ওরা যেন বসে আছেন আমায় ধরে বিয়ে দেওয়ার জন্য।'
প্রসঙ্গত বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ে এবং বাগদানের গুঞ্জন তখন প্রথম রটে যখন নিউজ ১৮ তেলুগু প্রথমবার তাঁদের একটি রিপোর্টে জানান যে ওঁরা নাকি ফেব্রুয়ারি মাসেই বাগদান সারতে চলেছেন দ্বিতীয় সপ্তাহে সেই বাগদান সারার আগে তাঁরা শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করবেন।