ডিপফেক প্রযুক্তি AI-এর ব্যবহার ক্ষেত্রের একটি খারাপ দিক। অবেশেষে এই ডিপফেকের শিকার হলেন অভিনেত্রী রশ্মিকা মন্দনা। এক সাংবাদিক এই বিষয়টি চোখে পড়ে। কালো পোশাকে একটি লিফট থেকে বেরোচ্ছেন রশ্মিকা। ভিডিয়োটি আসলে অভিনেত্রীর নয়, প্রযুক্তিগতভাবে কারচুপি করে তৈরি করা হয়েছে। এমনই একটি ডিপফেক ভিডিয়ো ছড়িয়েছে নানা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X যা আগে টুইটার নামে পরিচিত ছিল, ২.৪ মিলিয়নের বেশি ভিউ এসেছে ওই ডিপফেক ভিডিয়োতে। সাংবাদিক অভিষেক কুমার ভিডিয়োটি এক্স-এ শেয়ার করেছেন, ইন্টারনেটে জাল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন আইনি এবং নিয়ন্ত্রক ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আরও পড়ুন: আদরের সঙ্গে বিচ্ছেদ, ‘আমি সিঙ্গেল’, ডেটিংয়ের গুঞ্জন নিয়েও মুখ খুললেন তারা সুতারিয়া
প্রাথমিক ভিডিয়োটি মূলত ৮ অক্টোবর ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল, যেখানে জারা প্যাটেল নামে একজন মহিলাকে দেখা গিয়েছে। কে এই জাল ভিডয়োটি তৈরি করেছিল এবং তাঁদের উদ্দেশ্যই বা কী ছিল তা এখনও জানা যায়নি। অভিষেকের এই ভিডিয়োটিকে রিটুইট করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘এই ঘটনাটা খুব গম্ভীর এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত’। প্রসঙ্গত, ‘গুডবাই’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন রশ্মিকা ও অমিতাভ।