মাকে সঙ্গে নিয়ে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলেন রাশা। সমাজমাধ্যমের পাতায় ছবি ভাগ করে লিখলেন, 'হর হর মহাদেবকে। আমি নিজেকে ধন্য মনে করছি।’
ইচ্ছেপূরণ রবিনা-কন্যার! মাকে সঙ্গে নিয়েই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন রাশার
রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই, তাঁর একটি বড় ফ্যানবেস রয়েছে। তবে সেটার কারণ শুধু এই নয় যে তাঁর সৌন্দর্য্য অথবা তাঁর সকলের সঙ্গে মিশে যাওয়া কিংবা সুন্দর ব্যবহার বা সোশ্যাল মিডিয়ায় মজাদার কিছু করা। এই সব গুণের খানিকটা যে তিনি তাঁর মায়ের থেকেই পেয়েছে তা তো বলাই বাহুল্য। তবে রাশার বিষয়ে সবথেকে বেশি যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে তা হল রাশার আধ্যাত্মিকতা। তাঁর মধ্যে থাকা এই গুণই তাঁকে অন্যান্য স্টার কিডসদের থেকে আলাদা করেছে। তাঁর প্রথম ছবি আজাদের প্রচারের সময়, রাশা এই বিষয়ে মুখ খুলেছিলেন।
এই সময় রবিনা-কন্যার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাঁর কব্জিতে একগুচ্ছ কালো সুতো বাঁধা ছিল। কিন্তু এগুলি কেন পরেন তিনি, সেই বিষয়ে নানা কথা প্রকাশ করেছিলেন।
একটি সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন যে, তাঁর কব্জিতে প্রতিটি কালো সুতো এক একটি জ্যোতির্লিঙ্গ দর্শনের পর তিনি হাতে বেঁধেছিলেন। আমাদের দেশে ১২ টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, মাত্র ১৯ বছর বয়সেই রাশা ১১ টি জ্যোতির্লিঙ্গ দর্শন করে ফেলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, এই বছর শেষ হওয়ার আগে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের ইচ্ছে রয়েছে তাঁর। তাঁর প্রথম ছবি মুক্তির প্রায় দুই সপ্তাহ পরে, রাশার সেই ইচ্ছাপূর্ণ হল। তিনি তাঁর মা রবিনার সঙ্গে নাগেশ্বর দর্শনে গিয়েছিলেন।