বাংলা নিউজ > বায়োস্কোপ > সিরিয়াল না বিজ্ঞাপন! জনি সিনসের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে বার্তা রণবীরের, হেসে খুন নেটপাড়া
পরবর্তী খবর
সিরিয়াল না বিজ্ঞাপন! জনি সিনসের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে বার্তা রণবীরের, হেসে খুন নেটপাড়া
1 মিনিটে পড়ুন Updated: 12 Feb 2024, 02:27 PM ISTSubhasmita Kanji
Ranveer Singh-Johnny Sins: একই বিজ্ঞাপনে রণবীরের সঙ্গে জনি সিনস! পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে কোন বার্তা দিলেন?
জনি সিনসের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে বার্তা রণবীরের
এবার পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে বার্তা দিলেন রণবীর সিং। সঙ্গী? বিখ্যাত পর্নস্টার জনি সিনস! দুজনে মিলে মজার ছলে, একেবারে দেশি ফ্লেভরে এক গভীর বার্তা দিলেন এবং একটি কোম্পানির হয়ে বিজ্ঞাপন দিলেন।
কী দেখানো হল এই নতুন বিজ্ঞাপনে?
রণবীর কাপুরের এই নতুন বিজ্ঞাপন দেখে মনে হবে বুঝি কোনও হিন্দি ধারাবাহিক! যৌথ পরিবারের ঝগড়া ঝামেলার সিন দেখানো হচ্ছে বলে মনে হবে। তারপরই খেয়াল করলে দেখা যাবে, আরে এখানে তো রণবীর কাপুর আছেন। আছেন আরও একজন। জনি সিনস। তাঁদের দুজনকেই পঞ্জাবি পায়জামায় দেখা যায়। রণবীরের পরনে মেরুন পঞ্জাবি। অন্যদিকে জনির পরনে নীল পঞ্জাবি এবং সোনালি জ্যাকেট।
বিজ্ঞাপনের শুরুতে দেখা যাচ্ছে রণবীর তাঁর ভাইয়ের (জনি সিনস) বউ যখন বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাকে আটকানোর চেষ্টা করছেন। আর সেই নাটকীয় ঘটনায় যুক্ত হন পরিবারের অন্যান্যরাও। তাঁর ভাইয়ের বউকে বলতে শোনা যায় তাঁর ভাইয়ের সমস্যা আছে তাই তিনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এরপর রণবীর ভাইকে একটি যৌনতাবর্ধক ক্যাপসুল দেন। আর সেটার কামালে তাঁর স্ত্রী থেকে যান।
কে কী বলছেন?
সকলেই ভারী মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে। এক ব্যক্তি এটি এক্সে শেয়ার করে লেখেন, 'একজন তারকাকে বিজ্ঞাপনে ব্যবহার করার অন্যতম সেরা উপায়। খালি রণবীর সিং নন, জনিকেও। এভাবেও যে প্রোডাক্টের প্রচার করা যায় সেটা অকল্পনীয়।' ইতিমধ্যেই এই ভিডিয়োটি ১৩ লাখের বেশিবার দেখা হয়েছে।
একজন তাতে কমেন্ট করে লেখেন, 'আমি এটা কী দেখে ফেললাম!' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'যাই দেখাক না কেন সকলের নজর কেড়েছে এই বিজ্ঞাপন!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বোল্ড মুভ! আলাদাই লাগল।' কেউ আবার মজা করে লেখেন, 'রণবীর একটি সাক্ষাৎকারে বলেছিলেন তাঁর পোশাক পরতে অত ভালো লাগে না। জনিও অর্ধেক সময় পোশাক পরেন না। দুজনকে নিয়ে একটা ছবি বানান ন্যুড ব্রোজ।'