‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ নামের একটি কৌতুক অনুষ্ঠান, যেখানে যৌনতা নিয়ে কথা বলতে গিয়ে সমস্যায় পড়ে গিয়েছিলেন রণবীর আল্লাহাবাদিয়া। দীর্ঘদিন পর আইনি জটিলতা থেকে বেরোতে পারেন তিনি। নতুন করে আবার শুরু করেন নিজের অনুষ্ঠান। তবে সেই দুর্দিনে যে তারকারা রণবীরের অনুষ্ঠান বয়কট করার দাবি জানিয়েছিলেন, তাঁদের এবার এক হাত নিলেন রণবীর।
সম্প্রতি ইউটিউবে মিশন ইন্ডিয়ার একটি পর্বে প্রফুল্ল গর্গের সঙ্গে একটি সাক্ষাৎকারে রণবীর সেই সমস্ত সেলিব্রিটিদের নিয়ে কথা বলেন যারা একটা সময় রণবীরের অনুষ্ঠান বয়কট করার দাবি জানিয়েছিলেন। রণবীর জানান এই ধরনের দাবিতে তিনি ভীষণভাবে বিরক্ত এবং রাগান্বিত হয়েছিলেন।
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
রণবীর বলেন, ‘সেই সময় কিছু কিছু সেলিব্রেটি দাবি করেছিলেন যে তাঁরা আমার শোতে আসতে চান না। আমার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন তাঁরা। কিন্তু সত্যি কথা হল, আমি কখনও তাঁদের আমন্ত্রণই জানাইনি। খুব স্বাভাবিকভাবেই তাই তাঁদের ওপর আমার রাগ তৈরি হয়েছিল।’
রণবীর আরও বলেন, ‘আমি অতীত পরিবর্তন করতে পারবো না কিন্তু ভবিষ্যৎ পরিবর্তন করব। ছয় বছরের পরিশ্রমের পর আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি আমি। আমি শুধুই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি অনেক মানুষকে ক্ষমা করার চেষ্টা করেছি, এমনকি নিজেকেও। দিনের শেষে কিছুটা হলেও সফল হয়েছি আমি।’
আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস
সর্বশেষে রণবীর বলেন, ‘আমি যে পরিস্থিতি সম্মুখীন হয়েছিলাম তার দায় শুধু আমার। আমার কর্মফলের কারণেই আমাকে এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তবে এই ঘটনা যাতে পুনরায় না ঘটে সেটা আমার দায়িত্ব।’
প্রসঙ্গত, বিতর্কের পর আবার নিজের অনুষ্ঠান নতুন করে শুরু করেছেন রণবীর। দ্বিতীয় পর্বের প্রথম অতিথি হিসেবে এসেছিলেন একজন বৌদ্ধ সাধু। পরবর্তীকালে বোমান ইরানি, শ্রুতি হাসান এবং তারা সুতারিয়ার মতো একাধিক তারকাদের রণবীরের অনুষ্ঠানে অতিথি হিসেবে আসতে দেখা যায়।