ছোট পর্দায় ফিরতে চলেছেন ইষ্টি কুটুম ধারাবাহিকের বাহামণি। এবার একদম নতুন রূপে, নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন তিনি। কোন চ্যানেলের, কোন শোয়ে দেখা যাবে রণিতাকে?
আরও পড়ুন: কবিতা-ছবিতে ভর্তি হাতে বানানো কার্ড পেলেন সোহিনী! শোভন নয়, কার থেকে পেলেন এই 'দামী উপহার'?
আরও পড়ুন: সন্তান আসার আর কিছু সময়ের অপেক্ষা, মা হওয়ার আগেই ফের মিশকা হয়ে অনুরাগের ছোঁয়ায় ফিরছেন অহনা?
কী জানা গিয়েছে?
ছোট পর্দা থেকে সরে গেলেও মাঝের লম্বা সময় কিন্তু সিরিজ, সিনেমায় কাজ করেছেন রণিতা দাস। তবে কিছুদিন আগে থেকেই শুরু হয় চর্চা। শোনা যাচ্ছিল আবারও নাকি ধারাবাহিক নিয়ে ছোট পর্দায় ফিরছেন ধন্যি মেয়ে। কানাঘুষোয় শোনা যাচ্ছিল লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় আসা নতুন ধারাবাহিকে নাকি রণিতা প্রধান মহিলা চরিত্রে ধরা দেবেন। কিন্তু এবার জানা যাচ্ছে যে না তেমনটা ঘটছে না।
ছোট পর্দায় ফিরছেন রণিতা এই খবর সত্যি। তবে ধারাবাহিকের বদলে রিয়েলিটি শোয়ের মাধ্যমে টিভিতে কামব্যাক হচ্ছে অভিনেত্রীর, এমনটাই জানানো হয়েছে আজকালের একটি রিপোর্টে। স্টার জলসার পর্দায় আবারও দেখা যাবে ইষ্টি কুটুম ধারাবাহিকের বাহামণিকে। এখানে একটি কুইজ শো শুরু হতে চলেছে, সেখানেই সঞ্চালিকার ভূমিকায় ধরা দেবেন রণিতা। যদিও এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে
তবে আগামীতে রণিতা দাসকে দর্শকরা বড় পর্দাতেও দেখতে পাবেন। সেখানে তিনি আসছেন দেবী হয়ে। জানা গিয়েছে সৌপ্তিক চক্রবর্তী পরিচালিত প্রথম ছবি মণিহারার দ্বিতীয় ভাগ আসতে চলেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণিতা দাসকে। হরর ঘরানার এই ছবিতে থাকবে আরও একাধিক চমক। থাকবে ডাইনি বনাম দেবীর সংঘাতের কথা। মণিহারা ছবিটি ছিল সৌপ্তিক চক্রবর্তীর প্রথম ছবি। সেই ছবির মতোই এই ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা যাবে রণিতা দাসকে। তবে এবার তাঁকে দেখা যাবে মণিমালা এবং সূর্যর মেয়ের চরিত্রে। বলাই বাহুল্য এটা আগের ছবি সিক্যুয়েল। এখানে রণিতার চরিত্রের নাম দেবী। তাঁর অলৌকিক শক্তির সঙ্গে ডাইনি মায়ার সংঘাতের কথাই ফুটে উঠবে এখানে। এই ডাইনির চরিত্রে থাকবেন অঞ্জনা ভৌমিক। অতীতের এক রহস্য সঙ্গে কীভাবে ডাকিনী বিদ্যার যোগ রয়েছে, প্রতিশোধের কথাও ফুটে উঠবে সেটা নিয়েই এই ছবি। রণিতা ওরফে দেবীর প্রেমিকের চরিত্রে দেখা যাবে সোমরাজ মাইতিকে। তাঁর চরিত্রের নাম রাহুল। এছাড়া ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।