
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
উত্তর বম্বে সার্বজনীন দুর্গা পুজো মণ্ডপে শনিবারই সাড়ম্বরে উদযাপিত হল দশমী। কলকাতা যদিও নবমীর আনন্দে মাতোয়ারা, তবুও পঞ্জিকা মতে ইতিমধ্যেই উমা বাপের বাড়ি ছেড়ে বাড়ি দিয়েছেন কৈলাশের উদ্দেশ্যে। ঢাকের তালে, সিঁদুর খেলায় জমজমাট মুখার্জিদের পুজো। যার মধ্যমণি অবশ্যই কাজল ও তাঁর খুড়তুতো বোন রানি মুখোপাধ্যায়।
এ বছর মুম্বইয়ের জুহুতে এসএনডিটি মহিলা বিশ্ববিদ্যালয়ের কাছে এই দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। উৎসব শুরু হওয়ার পর থেকেই চর্চায় কাজল ও রানির শাড়ি লুক। শেষদিনেও দুই নায়িকাকেই ঐতিহ্যবাহী বাঙালি সাজেই দেখা গেল। সিঁদুর খেলার দিন আটপৌরে শাড়িতে বাঙালি বাড়ির গিন্নিমা রানি। তাঁকে গরদের শাড়িতে টেক্কা দিলেন কাজলও।
কাজলকে এদিন লাল পাড় সাদা গরদের শাড়িতে একেবারে উজ্জ্বল দেখাচ্ছিল। তবে রানির মতো আটপৌরে নয়, এক প্লিট করে শাড়ি পরেছিলেন অজয় ঘরণী। সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ। নিজের লুককে আলাদা মাত্রা দিতে কাজল একজোড়া স্টেটমেন্ট কানের দুল ছিল, গলায় কোনও গয়না পরেননি নায়িকা। খোলা চুল, কপালে ছোট্ট লাল টিপে নজরকাড়া কাজল।
তার মেকআপ ছিল ন্যুড আইশ্যাডো, উইংড আইলাইনার, মাস্কারা-কোটেড ল্যাশ, ডিফাইন্ড ব্রাউজ, ব্লাশড গাল, লুমিনাস হাইলাইটার এবং উজ্জ্বল লাল লিপস্টিকের শেড।
অন্যদিকে, সোনালি পোলকা ডট তসর শাড়িতে রানিকে একদম রাজরানির মতো দেখাচ্ছিল। আটপৌরে শাড়ির আঁচলের খুঁটে বাঁধা চাবির গোছা, ঠিক যেন জমিদার গিন্নি রানি। সোনালির শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে লাল ব্লাউজে গ্ল্যামারাস বলিউডের মর্দানি। রানি নিজেকে সাজিয়েছেন সোনার গয়নায়। গলা ভর্তি হার, ঝোলা দুল আর হাতে শাঁখা-পলায় উজ্জ্বল রানি।
মা-কে বরণ শেষে প্রিয়জনদের সঙ্গে সিঁদুরখেলয়া মাতলেন কাজল-রানি। চলল কোলাকুলির পর্ব। সেই সব মুহূর্ত পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছে। এদিন মুখার্জিদের সিঁদুর খেলায় যোগ দেন ‘অনুপমা’ রূপালি গঙ্গোপাধ্যায়, ঈশিতা দত্ত-বৎসল শেঠরা।
গত কয়েকদিনে এই পুজো মণ্ডপে ভিড় উপচে পড়েছে বলিউডের। রণবীর-আলিয়া থেকে জয়া বচ্চন, সকলেই পৌঁছেছিলেন মা দুর্গার আর্শীবাদ নিতে।
৳7,777 IPL 2025 Sports Bonus