মণিপুরের ইম্ফলে বসেছিল সেই মহাকাব্যিক বিয়ের আসর। উত্তর-পূর্ব ভারতের কন্য়া লিন লাইশরামকে রাজকীয় কায়দায় বিয়ে করে চমকে দিয়েছিলেন অভিনেতা রণদীপ হুদা। মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুন যেভাবে মণিপুরের রাজকন্যাকে বিয়ে করেছিলেন, সেই থিমেই সাজানো হয়েছিল বিয়ের আসর। বিয়ের পর এক বছরেরও বেশি সময় একসঙ্গে বেশ সুখেই কাটিয়ে ফেলেছেন রণদীপ ও লিন। তবে এই বিয়েতে নাকি আপত্তি ছিল অভিনেতার ‘জাঠ’ পরিবারের। সম্প্রতি এবিষয়েই প্রকাশ্যে মুখ খুলেছেন রণদীপ হুদা।
নিজের সম্প্রদায়ের বাইরে উত্তর-পূর্ব ভারতের মেয়েকে বিয়ে করার বিষয়টি নাকি শুরুতে মেনে নিতে পারেননি রণদীপ হুদার 'জাঠ' বাবা-মা ও তাঁর পরিবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে সেকথা স্বীকার করে নিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, অনেকেই শুনে থাকবেন ‘জাঠ’রা জাতপাত ও সম্প্রদায় নিয়ে একটু বেশিই ‘কট্টর’ হয়ে থাকেন।
রণদীপ বলেন, ‘আমাদের বিয়েতে জটিলতা ছিল। অন্যদের মতো, আমার বাবা-মাও চেয়েছিলেন যে আমি জাঠ সম্প্রদায়ভুক্ত কোনও মেয়েকেই বিয়ে করি। জাটদের মধ্যে এটা বেশ প্রচলিত। আসলে, আমিই আমার পরিবারের প্রথম ব্যক্তি যে কিনা নিজের জাতের বাইরে গিয়ে বিয়ে করেছে। তাই সকলেরই এতে সমস্যা ছিল, কিন্তু ধীরে ধীরে এটা কেটে গেছে।’