বলিউড অভিনেতা রণদীপ হুদা তার আসন্ন ছবি 'স্বতন্ত্র বীর সাভারকর'-এর শ্যুট করছিলেন। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক। সেই ছবির কাজ করার সময়ই অসুস্থ হয়ে পড়েছেন। খবর মিলছে ঘোড়ায় চড়ার সময় অজ্ঞান হয়ে পড়ান। যার কারণে চলন্ত ঘোড়া থেকেই পড়ে যান। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন। যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় হাঁটু ও পায়ে চোট পেয়েছেন রণদীপ। অভিনেতার বাম পায়ে গুরুতর আঘাতের কথা বলা হচ্ছে। যার কারণে অস্ত্রোপচার করার প্রয়োজনও পড়তে পারে। জানা গিয়েছে ঘটনাটি কয়েকদিন আগের। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। দুর্ঘটনার পর অভিনেতাকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তাণর চিকিৎসা চলছে। আরও পড়ুন: ডুবে ডুবে জল খাচ্ছেন নাকি! সেক্সি পোশাকে পার্টিতে অনন্যা, পিছু পিছু আরিয়ান
'স্বতন্ত্র বীর সাভারকর'-এর জন্য কঠোর পরিশ্রম করছিলেন রণদীপ। নিজের চরিত্রের প্রতি সুবিচার করতে অনেক ওজনও কমিয়েছিলেন। এই ছবিতে তাঁকে দেখা যাবে বিনায়ক দামোদর সাভারকারের চরিত্রে। এর জন্য তাঁকে প্রায় ২২ কেজি ওজন কমাতে হয়েছে। বদলাতে হয়েছিল খাদ্যাভাসও। আরও পড়ুন: বিগ বস থেকে বেরিয়ে গেলেন সাজিদ? কম ভোট পাওয়ার জন্য নয়, রয়েছে বড় কারণ