২০২৪কে বিদায় জানিয়ে ২০২৫কে স্বাগত জানানোর পালা। বর্ষবরণে দেশ থেকে দূরে থাইল্যান্ডের এক দ্বীপে ছুটি কাটাচ্ছেন রণবীর কাপুর-আলিয়া ভাট ও তাঁদের পরিবার। পারিবারিক ছুটি ও নববর্ষ উদযাপনের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আলিয়া ভাট, নীতু কাপুর ও রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি। সেই ছবি ও ভিডিয়ো থেকেই ভাইরাল হয়েছিল রণবীর-আলিয়ার জড়িয়ে ধরা ও চুমু। ঘড়ির কাঁটা ১২ ছোঁয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসে আলিয়াকে এসে জড়িয়ে ধরেন রণবীর, একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। আর এর ঠিক পর দিনই, কাপুর ও ভাট পরিবার থাইল্যান্ডের একটি ইয়টে ২০২৫ সালের প্রথম সূর্যাস্ত উপভোগ করতে দেখা যায়।
শুক্রবার আলিয়া ভাট তাঁদের থাইল্যান্ড ট্রিপের বেশকিছু অদেখা ছবি শেয়ার করেছেন। তার মধ্যে নেটপাড়ার বিশেষ নজর কেড়েছে একটি ছবি। যেখানে আলিয়াকে চুমু খেতে দেখা যাচ্ছে রণবীরকে। সেসময় বাবার কোলে বসে সামনের দিকে আনমনা হয়ে তাকিয়ে রয়েছে ছোট্ট রাহা। এরপরেই আলিয়া রাহার সঙ্গে ইয়টে মা-মেয়ের সুন্দর সময় উপভোগ করার একটি ছবি দিয়েছেন। পরের ভিডিয়োতে আলিয়াকে সাইকেলিং করতে দেখা যায়। এরপরের ছবিতে রণবীর ও আলিয়া ও রাহা তিনজনকেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। এই ছবিতে রাহা শুধু চোখদুটিই দেখা যাচ্ছে। সে তার মুখের অর্ধেক অংশ লুকিয়ে রেখেছিল। এরপরের ছবিগুলিতে আলিয়াকে কখনও তাঁর দিদি শাহিন ভাটের সঙ্গে, কখনও আবার শাশুড়িমা নীতু কাপুর, ননদ ঋদ্ধিমা কাপুরের সঙ্গে দেখা যায়। একটি ছবিতে আলিয়ার সঙ্গী হয়েছেন পরিচালক বন্ধু অয়ন মুখোপাধ্যায়। শেষ ছবিতে রণবীর আলিয়া ও রাহাকে একসঙ্গে বসে সূর্যাস্ত উপভোগ করতে দেখা যায়। তবে বলাই বাহুল্য রাহা-ই এখানে ছিল সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
আরও পড়ুন-'৫নং স্বপ্নময় লেন'-এর 'মিষ্টি' এবার আরবাজ খানের ছবিতে, কোথায় দেখা যাবে পায়েলকে?
আরও পড়ুন-মুক্তির ৩য় সপ্তাহে এসে শো বাড়ল ‘৫নং স্বপ্নময় লেন’এর, মোট কটা শো পেল মানসী সিনহার ছবি?