বিয়ের পর এখনও ২ বছর কাটেনি, ফের একবার বরবেশে হাজির রণবীর কাপুর। পরনে শেরওয়ানি, মাথায় পাগড়ি, গলায় মুক্তর মালা, হাসিমুখে বিয়ে করতে চললেন রণবীর। ভাবছেন, সে আবার কেমন কথা? আলিয়া ভাটের সঙ্গে বিয়ের পর এখনও ২ বছর কাটেনি, ফের বিয়ে! ডিভোর্সই বা হল কবে? ব্যাপারটা কি?
আজ্ঞে নাহ, রণবীর বিয়ে করতে যাননি। তাঁর ও আলিয়ার বিবাহ-বিচ্ছেদও হয়নি। রাহাকে নিয়ে দিব্যি সুখের সংসার তাঁদের। এবার প্রশ্ন, তাহলে রণবীর কেন বরবেশে? আসলে পুরোটাই ঘটেছে ফ্যাশান শোয়ের দৌলতে। দিল্লিতে অনুষ্ঠিত ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির ‘বারাত বাই তাসভা’ শোয়ের জন্য শোস্টপার ছিলেন কাপুর পুত্র। আর সেকারণেই আরও একবার বর বেশে সেজেছিলেন তিনি। এক্কেবারে ঠিক বর যেভাবে বিয়ে করতে যায়, সেভাবেই আয়োজিত হয়েছিল পুরো শো।
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে ঢোল বাজছে, আর বর বেশে হুডখোলা ভিনটেজ স্টাইলে তৈরি একটা গাড়িতে উঠছেন রণবীর। তাঁর পরনে সিল্ক আইভরি শেরওয়ানি। ছিল সিল্কের আইভরি রঙের নানান রঙিন পাথর ও মুক্ত খচিত পাগড়ি। পরেছিলেন গোলাপী রঙের নাগরাই জুতো মোজরি কাঁধে ছিল শাল। রণবীর সঙ্গে থাকা অন্যান্য বরযাত্রীরা গাড়ির পাশে হাঁটতে হাঁটতে ঢাকের তালে নাচছেন। ঢাকের তালে রণবীরকেও তালি দিতে দিতে মাঝেমধ্যে নাচতে দেখা যায়। মাঝেমধ্যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের উদ্দেশ্যে চুমুও ছুড়ে দেন রণবীর।