শুক্রবার আচমকাই আসে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা, অভিনেতা দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর। আর এখবর পাওয়া মাত্রই আলিবাগে ছুটি কাটানো ছেড়ে তড়িঘড়ি বেস্ট ফ্রেন্ড অয়নের বাড়িতে পৌঁছে যান রণবীর কাপুর। সঙ্গে ছিলেন আলিয়া ভাট। তবে শুধু রণবীর নয়, ওইদিন দেব মুখোপাধ্য়ায়কে শ্রদ্ধা জানাতে অয়নের বাড়িতে পৌঁছে ছিলেন বলিপাড়ার আরও অনেক ব্যক্তিত্বই। আর সেখানেই সলমনের বাবা সেলিম খানের সঙ্গে দেখা হয়ে যায় রণবীর কাপুরের। কিন্তু তারপর?
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটি ভিডিয়োতে উঠে এসেছে সেলিম খান ও রণবীরের দেখা হওয়ার মুহূর্ত। সেখানে ‘দাবাং’ সলমন খানের বাবা সেলিম খানের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় রণবীর কাপুরকে। আর এই ভিডিয়ো দেখেই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার বাসিন্দারা।
প্রসঙ্গত দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গেই সেলিম খান তাঁর সহকারীকে নিয়ে অভিনেতার বাড়িতে পৌঁছে যান। অভিনেতার শেষকৃত্যের পর তিনি যখন ফিরে যাচ্ছিলেন, সেসময়ই তাঁকে বিদায় জানাতে তাঁর গাড়ির কাছে আসেন রণবীর কাপুর। সেলিম খানের পা ছুঁয়ে প্রণাম করতে ও তাঁকে জড়িয়ে ধরে গাড়িতে বসিয়ে দিতে দেখা যায় কাপুর পুত্রকে। ইতিমধ্যেই সেই ভিডিয়োটি ভাইরাল।
আর ভিডিয়ো দেখে এক নেটিজেন লেখেন, ‘রণবীর কাপুর ভীষণ ভদ্র-নম্র ব্যক্তি। অন্য একজন লিখেছেন, ’যাই বলুন, ছেলেটি ভারতীয় সংস্কৃতিতে শিক্ষিত একজন পরিপূর্ণ মানুষ। কারোর কথায়, ‘রণবীরের মধ্যে তাঁর কাপুর পরিবারের ঐতিহ্যা ও শিক্ষা রয়েছে। কেউ আবার বলেছেন, ‘এই ভিডিওটি সলমন ভাইকে পাঠিয়ে দেওয়া হোক।’ কারোর কথায়, ’আশা করি এটা দেখলে রণবীরের উপর সলমনের রাগ গলবে।'
আরও পড়ুন-বেস্ট ফ্রেন্ড অয়নের পাশে, দেব মুখোপাধ্যায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন রণবীর কাপুর