আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ে হয়েছে যে দেখতে দেখতে ৪ বছর হয়ে গেল। কিন্তু জানেন কি তাঁদের প্রথম দেখা কবে আর কোথায় হয়েছিল? কী জানালেন খোদ রণবীর কাপুর?
আলিয়ার সঙ্গে বয়সের ফারাক নিয়ে কী বললেন রণবীর?
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের যে বয়সের ফারাক ১১ বছর সেটা সকলেই জানেন। এবার সেটা নিয়ে কী বললেন রণবীর? একই সঙ্গে কী জানালেন তাঁদের প্রথম দেখা নিয়ে?
রণবীর কাপুর সম্প্রতি জানিয়েছেন যে ব্রহ্মাস্ত্র মোটেই তাঁদের প্রথম ছবি হওয়ার কথা ছিল না। আলিয়ার যখন ৯ বছর বয়স এবং তাঁর ২০ তখন তাঁদের নিয়ে প্রথম ছবি করার কথা ভাবেন সঞ্জয় লীলা বনসালি। তাঁদের দিয়ে বালিকা বধূ ছবিটি করাবেন ভেবেছিলেন। সেটার জন্য প্রথম দেখা হয়েছিল তাঁদের।
নিখিল কামাথকে দেওয়া এই সাক্ষাৎকারে রণবীর একই সঙ্গে জানান তাঁর এবং আলিয়ার রসায়ন সম্পর্কে। বলেন, 'আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার এমন একজনের সঙ্গে বিয়ে হয়েছে যে আমার বন্ধু হিসেবে সবথেকে কাছের। আমরা একে অন্যের সঙ্গে কথা বলি, হাসি এবং পরনিন্দে করি। ও আমার সত্যিই বেস্ট ফ্রেন্ড। আমি খুব ভাগ্যবান যে ওকে পেয়েছি। আলিয়া মানুষ হিসেবে খুব ভালো। ভীষণ রঙিন একজন মানুষ। কিন্তু এটা বড্ড কেমন যে ও আমার থেকে ১১ বছরের ছোট।'
তিনি এদিন আরও বলেন, 'আমার আর ওর প্রথম যখন দেখা হয় তখন আমার ২০ বছর বয়স আর ওর ৯। আমরা একসঙ্গে একটি ফটোশ্যুট করেছিলাম। তখন সঞ্জয় লীলা বনসালি আমাদের দিয়ে বালিকা বধূ ছবিটি করাতে চেয়েছিলেন। সেটাই আমাদের প্রথম দেখা ছিল। এটা বলতেও আমার যেন কেমন লাগছে।'
আরও পড়ুন: বিগ বস OTT কাঁপাচ্ছে ২ সতীন, কিন্তু বাংলার 'আরমান মালিক' আর তাঁর ২ স্ত্রীকে চেনেন কি?
প্রসঙ্গত আলিয়া ভাট এবং রণবীর কাপুর ২০২২ সালের ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধেন। ব্রহ্মাস্ত্র ছবির সেটে তাঁদের আলাপ এবং সেখান থেকে প্রণয় এবং পরিণয়। ২০২২ সালেই তাঁদের মেয়ে রাহার জন্ম হয়। আগামীতে তাঁদের একসঙ্গে সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে দেখা যাবে একত্রে। সেখানে তাঁদের সঙ্গে থাকবেন ভিকি কৌশলও।