আদর জৈন এবং আলেখা আডবাণীর বিয়েতে যে চাঁদের হাট বসে ছিল তা তো বলাই বাহুল্য। অনুষ্ঠানে করিনা কাপুর এবং সইফ আলি খান -সহ বহু প্রথম সারির তারকা উপস্থিত হয়েছিলেন। কিন্তু সকলের মধ্যে একেবারে অন্য লুকে নজর কেড়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। সেখানেই পাপারাৎজিরা রণবীরকে একা ছবি তুলতে বললে তিনি যা উত্তর দেন, সেই ভিডিয়ো এখন ভাইরাল স্যোশাল মিডিয়ায়।
হিন্দু রীতি মেনে আদর এবং আলেখার বিয়ে হয়েছে। শুক্রবার তাঁদের বিয়ের অনুষ্ঠানে বি-টাউনের অন্যতম চর্চিত দম্পতি আলিয়া ও রণবীর একসঙ্গে এসেছিলেন। আলিয়ার পরনে ছিল পোশাকশিল্পী সব্যসাচীর ডিজাইন করা হালকা গোলাপি রঙের শাড়ি, গলা ভরা হীরের নেকলেস ও ছোট ছোট হীরের দুল। হালকা অথচ উজ্জ্বল মেকআপে আলিয়াকে বরাবরের মতোই অসাধারণ লাগছিল। অন্যদিকে, রণবীরের পরনে ছিল উজ্জ্বল গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি। সঙ্গে একটি সোনার ব্রোজ।
আরও পড়ুন: জন্মদিনেও পাশে নেই যিশু, মহাকুম্ভে নীলাঞ্জনা! মেয়েদের নিয়ে নয়, গেলেন অন্য ২ কাছের মানুষের সঙ্গে
পাপারাৎজিদের ক্যামেরায় মিষ্টি হাসি হেসে তারকা দম্পতি পোজ দেন। পাপারাৎজিরা তাঁদের যথেষ্ঠ প্রশংসাও করেন। পাপারাৎজিদের ভিড়ের মধ্যে থেকে ফটোগ্রাফাররা রসিকতার সুরে তাঁদের ‘বলিউডের নং ১ জুটি’ বলে প্রশংসা করেন। আর তা শুনে আলিয়া লজ্জা পেয়ে যান।
তবে এর পরই ঘটে সেই কান্ড। তাঁদের একসঙ্গে ছবি তোলার পর পাপারাৎজিরা ফের রণবীরকে একা পোজ দিতে বলেন। তখন রণবীর মজা করে জবাব দেন, ‘পাগল হ্যায় কেয়া? (আপনারা কি পাগল?)’, যা শুনে হাসিতে ফেটে পড়েন আলিয়া।
আরও পড়ুন: ‘পাকিস্তানের এত খারাপ অবস্থা নাকি’! লন্ডনের রাস্তায় গিটার বাজিয়ে গান গাইছেন আতিফ, ভিডিয়ো আসতেই কটাক্ষ নেটিজেনদের
আদর জৈন এবং আলেখা আডবাণীর বিয়েতে আলিয়া ভাট ও রণবীর কাপুর ছাড়াও উপস্থিত ছিলেন নীতু কাপুর, কারিনা কাপুর, সইফ আলি খান, করিশ্মা কাপুর, রেখা, সুহানা খান, অনন্যা পান্ডে, অরি, বনি কাপুর, নিখিল নন্দা এবং অগস্ত্য নন্দা সহ বেশ কয়েকজন বলিউড তারকা।
প্রসঙ্গত, বুধবার মুম্বইয়ে নিজের বাসভবনে অনুষ্ঠিত হয়েছিল হবু নব দম্পতির মেহেন্দি অনুষ্ঠান। রণবীর কাপুর, আলিয়া ভাট, করিশ্মা কাপুর, করিনা কাপুর সহ গোটা কাপুর পরিবার উপস্থিত ছিলেন সেখানে। নাচে গানে মেতে উঠেছিল মেহেন্দি অনুষ্ঠান।