রণবীর বলেন, ‘আমার মনে হয় আমি দারুণ টুকলি করতে পারতাম। তাই কখনও ধরা পড়িনি। যখন আমি ক্লাস সেভেন কিংবা এইটে পড়ি, তখন একবার হামাগুড়ি দিয়ে ক্লাস থেকে পালাতে চেষ্টা করি। ঠিক তখনই স্কুলের অধ্যক্ষ আমার সামনে হাজির। ওইদিন মার খেয়েছিলাম। কোনওদিনই ভুলব না সেকথা।’
রণবীর কাপুর
রণবীর কাপুর, এই নামটার সঙ্গে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই। সিনেমার পর্দায় নানান রকম চরিত্রে অভিনয় করেছেন রণবীর। তবে বাস্তবেও ঋষিপুত্র রণবীরের জীবনটা কিছু কম বর্ণময় নয়। সম্প্রতি, স্কুলে পড়াকালীন সময় নিজের কাণ্ডকারখানার কথা নিজেই ফাঁস করেছেন রণবীর নিজেই। নিজেকে নিজেই পাক্কা 'টুকলিবাজ' বলে আখ্যা দিয়েছেন রণবীর।
সম্প্রতি একটা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এসে নানান বিষয় নিয়ে আড্ডা দিয়েছেন রণবীর। কথা বলতে বলতেই স্কুল জীবনের পুরনো স্মৃতিতে ফিরে যান রণবীর কাপুর। রণবীর বলেন, ‘আমার মনে হয় আমি দারুণ টুকলি করতে পারতাম। তাই কখনও ধরা পড়িনি। তবে আমার মনে আছে, যখন আমি ক্লাস সেভেন কিংবা এইটে পড়ি, তখন আমি হামাগুড়ি দিয়ে ক্লাস থেকে পালাতে চেষ্টা করেছিলাম। আমি হামাগুড়ি দিয়ে বের হতে যাব, ঠিক তখনই স্কুলের অধ্যক্ষ আমার সামনে হাজির। আমি ওইদিন মার খেয়েছিলাম। কোনওদিনই ভুলব না সেকথা। আমার গালে উনি টেনে থাপ্পড় কষিয়েছিলেন, সেই আওয়াজ আজও আমার কানে ভাসে।’
এখানেই শেষ নয়, নিজের ফুটবলের প্রতি ভালোবাসা নিয়েও কথা বলেন রণবীর। তাঁর কথায়, ‘আমার ভালোবাসা ছিল ফুটবল। তাই, যখন আমি স্কুলের ফুটবল দলের জন্য নির্বাচিত হই, তখন আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। আমার মনে আছে যে ওই প্রতিযোগিতায় আমি একটা গোলও করেছিলাম। তখন ’টাইমস অফ ইন্ডিয়া'র পিছনের পাতায়, সমস্ত ইন্টারস্কুল স্কোরারদের নাম আসত। সেখানে আমারও নামও ছিল। প্রথমবার আমার নাম সংবাদপত্রে এসেছিল বলে আমার মা পেপারের ওই অংশটি কেটে রেখেছিলেন। এখনও মা ওটা যত্ন করে রেখে দিয়েছেন।'
প্রসঙ্গত, এখনও রণবীরকে অভিনয়ের ফাঁকে সুযোগ পেলেই ফুটবল খেলতে দেখা যায়। ২০১৪ সালে রণবীর মুম্বইতে একটা ফুটবল টিমও কিনেছেন। এদিকে কাজের ক্ষেত্রে রণবীরকে খুব শীঘ্রই ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা যাবে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা।