সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না অভিনেতা রণবীর কাপুর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অভিনেতার কোনও ছবি ছাড়লেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি অভিনেতার দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি পারিবারি একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। অভিনেতা রণবীর কাপুর দুর্দান্ত একটা রবিবার কাটালেন, মা নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর সাহনি এবং জামাইবাবু ভরত সাহনির সঙ্গে। ছিল ভুরিভোজের আয়োজন। ছবি পোস্ট করে ক্যাপশনে ঋদ্ধিমা লিখেছেন, ‘ভালোবাসা এবং শুধুই ভালোবাসা।’ ছবিতে তাঁদের চার জনের মুখেই চওড়া হাসি। দেখুন সেই ছবি- পারিবারিক এই জমজমাট ভোজনে উপস্থিত ছিলেন অভিনেতা রণধীর কাপুর এবং কাপুর পরিবারের অন্যান্য সদস্যরাও। ঋদ্ধিমা সেই ছবিও পোস্ট করেন ইনস্টা স্টোরিতে। ছবিতে রণবীরের পরনে ফ্লোরাল প্রিন্ট শার্ট। অভিনেতা রণধীর কাপুর কমলা রঙের শার্ট পরেছেন। ফুল হাতা সাদা টি-শার্টে দেখা মেলে ঋদ্ধিমার। মেয়ে জামাইয়ের সঙ্গে মিলিয়ে কালো পোশাক পরেছেন নীতু কাপুর। যদিও রণবীরের লেডি লাভ আলিয়া কিন্তু এই ছবিতে মিসিং। তিনি আপাতত ‘গঙ্গুবাই’ ছবির প্রোমোশনে ব্যস্ত।