দুর্গাপুজোর সময় একসঙ্গে চারটি ছবি মুক্তি পেয়েছিল। সকলেই বক্স অফিস ফাইট কেমন হবে সেটার দিকে তাকিয়েছিলেন। বাঘা যতীন, দশম অবতার, মিতিন মাসীর সঙ্গে জোর টক্কর দিয়ে সফল ভাবে বক্স অফিসের লড়াইয়ে উতরে গিয়েছে রক্তবীজ। কেবল উতরে গিয়েছে এমনটা নয়, একই সঙ্গে ফাটিয়ে ব্যবসাও করেছে এই ছবি। আর তারপরই বিশেষ ইঙ্গিত দিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার কি তবে রক্তবীজ ২ আসছে?
রক্তবীজ প্রসঙ্গে
দুর্গাপুজোর ঠিক মুখেই ১৯ অক্টোবর মুক্তি পায় রক্তবীজ। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ছিলেন অনসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, দেবলীনা কুমার, প্রমুখ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবির শেষে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ছবির পার্ট ২ আসতে পারে। কারণ সব অপরাধী ধরা পড়েনি বা শেষ হয়ে যায়নি। কিন্তু কীভাবে সেটা নিয়ে দ্বিতীয় ছবি আসবে সেটা নিয়েই প্রশ্ন ছিল।
আরও পড়ুন: মঞ্চে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, নেপাল কনসার্টের আগেই কী হল অরিজিতের?
আরও পড়ুন: মহাভারতের অর্জুনের দেখানো পথেই হাঁটতে চলেছেন রণদীপ! কোথায়-কবে বসছে বিয়ের আসর?
রক্তবীজ ২ আসছে?
এদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় রক্তবীজ ছবির সেটের একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে রক্তবীজ ছবির শেষে দেখানো সেই পুকুর ঘাটের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পায়ের সামনে বসে আছেন। তিনি এই ছবি পোস্ট করে লেখেন, 'স্যার সবাই পার্ট ২ চাইছে।' আর পরিচালকের এই পোস্ট দেখে অনেকেই আভাস পাচ্ছেন যে ছবি দেখে যেটা মনে হয়েছিল সেটাই সত্যি হতে চলেছে। রক্তবীজ ২ হয়তো সত্যি আসছে।