বিয়ের দু-মাসের মাথায়ই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। বাবা হচ্ছেন রণবীর কাপুর। তবে কী বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া? অভিনেত্রীর বেবিবাম্প দেখে অনেকের মনেই এই প্রশ্ন উঠছে এখন। যদিও আলিয়ার মা হওয়ার খবরে বার বারই নিজের ‘মাসি’ হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাখি সাওয়ান্ত।
এখন বেশিরভাগ সময়ই রাখিকে দেখা যায় প্রেমিক আদিল খানের সঙ্গে। বলি পাড়ার এই নতুন জুটির প্রেম-ভালোবাসা সবটাই খুল্লামখুল্লা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়ার মা হওয়া প্রসঙ্গে মজা করে বসেন রাখি। আদিল পাশে থাকাকালীন পাপারাৎজ্জোকে রাখি বলেন, ‘এই যেমন আলিয়া বিয়ের দু’মাসের মধ্যেই মা হওয়ার কথা সবাইকে জানিয়েছে, আমি তো চাই বিয়ের দিনই আমি মা হয়ে যাই। আমার ফোলা পেট যেন তখনই সবার চোখে পড়ে।’ আরও পড়ুন: 'হিজাব পরতে বলিনি! মুসলিম হয়ে নিজের ধর্মও দেখতে হবে', রাখির পোশাক প্রসঙ্গে আদিল
আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসার পর পরই রাখি সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, 'আমি আর আলিয়া একই ইন্ডাস্ট্রির। আলিয়া আমার খুব ভালো বন্ধু, আপনারা সবাই হয়তো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সময় দেখেছেন। ও আমাকে পছন্দ করে, ভালোবাসে। যখনই দেখা হয় কথা বলি। ওর সন্তান আমাকে ‘মাসি’ বলে ডাকতে পারে। কারণ আমার যখন বাচ্চা হবে, সে আলিয়াকে ‘মাসি’ বলে ডাকবে।' আরও পড়ুন: ব্রহ্মাস্ত্রর সাফল্যে বদলে গেল National Cinema Day, কবে দেখা যাবে ৭৫ টাকায় সিনেমা?