বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi Sawant-Iftar party: আদিলের জন্য ধর্ম বদলেছেন, রোজার পর ইফতার পার্টি করলেন ফতিমা ওরফে রাখি সাওয়ান্ত
পরবর্তী খবর
Rakhi Sawant-Iftar party: আদিলের জন্য ধর্ম বদলেছেন, রোজার পর ইফতার পার্টি করলেন ফতিমা ওরফে রাখি সাওয়ান্ত
1 মিনিটে পড়ুন Updated: 26 Mar 2023, 10:20 AM ISTRanita Goswami
রাখির এই ভিডিয়ো দেখা এক নেটনাগরিক লিখেছেন, ‘উনি কখনও ক্রিশ্চান, মুসলিম, কখনও উনি যখন যা খুশি হয়ে যান।’ আসলে যাই করো স্বচ্ছ মনে। আসলে সব ধর্মই এক, নিয়ম আলাদা।' কারোর কথায়, ‘এক জীবনে অমর আকবর অ্যান্টনি...’। তবে এসবের মাঝেও কেউ রাখিকে রোজা রাখার জন্য কটাক্ষ করতেও ছাড়েননি। উঠে এসেছে এমনই নানান মন্তব্য।
রাখি ওরফ ফতিমার ইফতার পার্টি
আদিল দুরানিকে বিয়ে করার জন্য ধর্ম বদলেছিলেন, রাখি সাওয়ান্তের নতুন নাম হয়েছিল ফতিমা। যদিও আদিলের সঙ্গে রাখির বিয়ে একপ্রকার ভাঙার মুখে। তবে এবার রোজা পালন করছেন রাখি। শনিবার বন্ধুদের নিয়ে ইফতার পার্টিরও আয়োজন করেন তিনি। সামনে এসেছে সেই ভিডিয়ো।
রাখিকে সারাদিনের রোজা পালনের শেষে ইফতার পার্টিতে নানান ফল সহ আরও নানান খাবার সাজিয়ে বসতে দেখা গিয়েছে। রোজা ভাঙার আগে ইসলামিক মন্ত্র উচ্চরণে রোজা ভাঙতেও দেখা যায় রাখিকে। এই ভিডিয়ো দেখা এক নেটনাগরিক লিখেছেন, ‘উনি কখনও ক্রিশ্চান, মুসলিম, কখনও উনি যখন যা খুশি হয়ে যান।’ আসলে যাই করো স্বচ্ছ মনে। আসলে সব ধর্মই এক, নিয়ম আলাদা।' কারোর কথায়, ‘এক জীবনে অমর আকবর অ্যান্টনি...’। তবে এসবের মাঝেও কেউ রাখিকে রোজা রাখার জন্য কটাক্ষ করতেও ছাড়েননি। উঠে এসেছে এমনই নানান মন্তব্য।
এর আগে রাখি ইনস্টাগ্রামে সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, এটা তাঁর প্রথম রোজা। তিনি নিজের একটি ভিডিও শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমার প্রথম রোজা।’
রাখি জানিয়েছিলেন, ২০২২-এ আইনি বিয়ে ছাড়াও, ইসলাম নিয়ম অনুসারে আদিলকে নিকাহ করেছেন। সেই ভিডিয়োও পোস্ট করেছিলেন তিনি। রাখি তাঁর আইনি বিয়ের কাগজপত্রও দাখিল করেছিলেন। মাঝে তাঁকে জনসমক্ষে নামাজ পড়তে এবং ইসলাম রীতি মেনে হিজাব ও বোরকা পরতে দেখা যায়।