অবশেষে প্রতীক্ষার অবসান। সামনে এল ‘আমার বস’-এর টিজার। যে ছবির হাত ধরে কিনা ২২ বছর পর বড় পর্দায় ফিরছেন কিংবদন্তি রাখি গুলজার। ছবির টিজারে শিবপ্রসাদের হাত ধরে দেখা দিলেন তিনি। গোটা টিজার জুড়ে উঠে এল এক নামাী কোম্পানির বস ও তাঁ মায়ের গল্প।
কী আছে ‘আমার বস’-এর টিজারে?
টিজারটিতে মুলত অনিমেষ গোস্বামী ও তাঁর গায়ের কথোপকথনই দেখা দিয়েছে। শুরুতেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বর্ষীয়ান এক মহিলাকে (রাখি গুলজার) চশমা চোখে দিতে দেখা যায়। তারপরই নিজেকে অনিমেষ গোস্বামী বলে পরিচয় করিয়ে ধরা দেন বৃদ্ধার সেই ছেলে (শিবপ্রসাদ)। ছেলেকে তার মায়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। আবার কখনও কখনও মায়ের ‘ছেলেমানুষী’ আবদার মেটায় ছেলে। খাবার টেবিলে বসে মায়ের আবদর, ‘তুমি আমায় খাওয়াবে, নইলে আমি খাব না’। আবার কখনও সেই ছেলেই তার মাকে বলেন, ‘মা তোমার লাড্ডু আর অফিসের অনিমেষ দুজনে সম্পূর্ণ আলাদা মানুষ।’
মা-ছেলের সুন্দর এই সম্পর্কের বাইরে ‘গোস্বামী অ্যান্স সনস’ কোম্পানির CEO হিসাবে, অফিসের 'বস' হিসাবে কর্মীদের কড়া শাসনে রাখতে দেখা যায় অনিমেষ গোস্বামীকে। কর্মীদের উপরে চিৎকার চেঁচামিচি করতেও দেখা যায় তাঁকে। এক কর্মীকে তিনি চেঁচিয়ে বলেন, ‘আমি যদি বলি, আমার মায়ের শরীর খারাপের জন্য এই কোম্পানির কারোর মাইনে আমি দিতে পারব না কী হবে!’
এরপরই ছেলে অনিমেষের উপর বসগিরি করতে তাঁর অফিসে হাজির হন তাঁর মা। মহিলা কর্মীদের সঙ্গে তাঁর বেশ বন্ধুত্বও গড়ে ওঠে। বলেন, ‘আমি আমার ছেলের অফিসের একজন এমপ্লয়ী। এমপ্লয়ীদের কাছ থেকে কাজ বুঝবে। তার মনটা বুঝবে না?’ এই প্রশ্ন রেখেই শেষ হয় ছবির টিজার।