সম্প্রতি ঘোষণা হয়েছে ৭১ তম জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা। এই তালিকায় অন্যান্যদের সঙ্গে নাম থাকে শাহরুখ খানের। বহু বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারে পুরস্কৃত হন তিনি। কিন্তু অনেকেই মনে করছেন, ‘জওয়ান’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারে পুরস্কৃত নাও হতে পারতেন।
সাধারণ মানুষের মত অনুযায়ী, এর আগে এমন বহু ছবিতে শাহরুখ অভিনয় করেছেন, যেগুলি জাতীয় পুরস্কারই পুরস্কৃত হওয়ার যোগ্য ছিল। ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘দেবদাস’ সহ এমন অনেক সিনেমাই রয়েছে যেখানে শাহরুখ খান দুর্দান্ত অভিনয় করেছিলেন। তাহলে কেন ‘জাওয়ান’ ছবির জন্য জাতীয় পুরস্কারে পুরস্কৃত হলেন তিনি?
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
শাহরুখের জাতীয় পুরস্কার পাওয়াটা আদৌ প্রাসঙ্গিক কিনা এই প্রসঙ্গে এবার মুখ খুললেন শাহরুখের বহু পুরনো বন্ধু তথা ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ প্রযোজক বিবেক মাতওয়ানি। বিবেক শুধুমাত্র শাহরুখের ছবি প্রযোজক তা নয়, খুব ভালো বন্ধু এবং সহকর্মী। শাহরুখের কেরিয়ারের প্রথম দিকে বিবেক অভিনেতাকে সবদিক থেকে সাহায্য করেছিলেন।
শাহরুখের জাতীয় পুরস্কার পাওয়ার পরেই বন্ধুকে শুভেচ্ছাবার্তা জানিয়ে বিবেক লিখেছিলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা। অবশেষে তুমি এটা পেলে। অনেক দেরি হলেও তুমি এটা যোগ্য ছিলে।’ বিবেকের শুভেচ্ছাবার্তার জবাবে শাহরুখ বলেন, ‘শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এই সবকিছুই আপনার সঙ্গে শুরু হয়েছিল। অবশেষে রাজু জেন্টলম্যান তৈরি হয়েই গেল।’
আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস
এবার শাহরুখের জাতীয় পুরস্কার পাওয়ার প্রসঙ্গে আরও একটি পোস্ট করেন বিবেক। বিবেক লেখেন, 'এটি একটি জাতীয় পুরস্কার। এটি মোটেই কোনও ছোট পুরস্কার নয়। জওয়ান এই সময়ের একটি প্রাসঙ্গিক ছবি। শাহরুখ এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন। আশুতোষ গোয়ারিকর ইন্ডাস্ট্রির অত্যন্ত নীতিবান ব্যক্তিদের মধ্যে একজন, আমি ওকে শাহরুখ খানের অনেক আগে থেকেই চিনি।
প্রসঙ্গত, শাহরুখ খান ছাড়াও এই বছর জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন রানি মুখোপাধ্যায়, বিক্রান্ত মাসে, করণ জোহর প্রমুখ। জাতীয় পুরস্কারের পুরস্কৃত হয়েছে বাংলা ছবি ডিপ ফ্রিজ।