বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree Ganguly: শুভশ্রীর কোলে একরত্তি শিশুকন্যা, তবে কি সত্যিই অভিনেত্রীর সাধপূরণ হল?
পরবর্তী খবর
Subhashree Ganguly: শুভশ্রীর কোলে একরত্তি শিশুকন্যা, তবে কি সত্যিই অভিনেত্রীর সাধপূরণ হল?
1 মিনিটে পড়ুন Updated: 10 Oct 2023, 01:29 PM ISTSubhasmita Kanji
Subhashree Ganguly: শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ইচ্ছে কি তবে অবশেষে সত্যি হল? তাঁদের ঘরে কি কন্যা সন্তান এল? বিষয়টা ঠিক কী!
শুভশ্রীর কোলে একরত্তি শিশুকন্যা
শুভশ্রীর কোলে তোয়ালে মোড়া একরত্তি শিশুকন্যা। পাশেই দাঁড়িয়ে রাজ। তবে কি সত্যি সত্যি অভিনেত্রীর ইচ্ছে মতো তাঁদের দ্বিতীয় সন্তান মেয়ে হল? অভিনেত্রীর সদ্য পোস্ট করা ছবি দেখে এমনই প্রশ্ন উঁকি দিচ্ছে। ব্যাপারটা ঠিক কী?
শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি
শুভশ্রী গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সকালে দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে তাঁর কোলে তোয়ালে মোড়া একটি শিশু কন্যা। পাশেই দাঁড়িয়ে হাসিমুখে সেলফি তুলছেন রাজ চক্রবর্তী। পরের ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রীর কোলে সেই শিশুটির একটু বড়বেলার ছবি। অভিনেত্রী চুড়িদার পরে তার হাত ধরে খেলায় ব্যস্ত থাকলেও সে অন্য দিকে তাকিয়ে আছে। এই দুটি ছবি দিয়ে শুভশ্রী লেখেন, 'শুভ জন্মদিন আমাদের ছোট্ট প্রিন্সেস।'
না, অভিনেত্রীর কোলে থাকা শিশুটি তাঁদের সন্তান নয়। তাঁদের আত্মীয়ের মেয়ে। তবে খুব শীঘ্রই রাজ শুভশ্রীর সংসারে নতুন সদস্য আসতে চলেছে। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। আর সেই উপলক্ষ্যে কদিন আগে তিনি জানিয়েছেন যে তিনি এবার একটি মেয়ে চান। আর তারপরই এমন ছবি দেখে অনেকেই প্রথমে চমকে গিয়েছিলেন।