গত ৪ আগস্ট ধুমকেতু ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেবকে শুভশ্রীর সঙ্গে বেশ মজা করতে দেখা যায়। কথা প্রসঙ্গে উঠে আসে '' ছবির কথা। সন্তান এবং খাদান যেহেতু একসাথে মুক্তি পেয়েছিল, তাই খুব স্বাভাবিকভাবে এই দুটি সিনেমার মধ্যে কড়া টক্কর চলছিল সেই সময়।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
সন্তান ছবি নিয়ে কথা বলতে গিয়ে দেব রাজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, রাজ কিছুটা আমারই মতো। আর সন্তান তো আমারই সিনেমা। দেবের কথায় হাসতে হাসতে শুভশ্রী বলেন, ভাগ্যিস বলে দেয়নি আমারই সন্তান!
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
এবার দেবের স্টাইলেই কথা বলতে শোনা গেল রাজ চক্রবর্তীকে। নিউজ এইট্টিন বাংলার তরফ থেকে ধুমকেতু সিনেমা নিয়ে প্রশ্ন করায় রাজ বলেন, 'আমি অবশ্যই চাই ধুমকেতু সাফল্য অর্জন করুক। কেনই বা চাইব না। ধূমকেতু তো আমারই ছবি। আর শুধু ধুমকেতু কেন, যে কোনও বাংলা ছবি আমারই ছবি। তাই একজন বাঙালি পরিচালক হয়ে আমি চাই ধুমকেতু সাফল্য অর্জন করুক।'
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
এরপরেই উঠে আসে শুভশ্রী প্রসঙ্গ। দেব এবং শুভশ্রীকে একসাথে এক মঞ্চে দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তী এবং রুক্মিনীকে নিয়ে বিভিন্ন মিম তৈরি করেছেন। দেবের সঙ্গে স্টেজ শেয়ার করায় রাজের আপত্তি ছিল কিনা জানতে চাওয়ায় তিনি বলেন, 'কেন আপত্তি থাকবে? আপত্তি থাকার তো কথা নয়।'
রাজের আরও সংযোজন, 'ও আমার স্ত্রী। আমি ওকে পুরোপুরি সাপোর্ট করি। ও আমাকে পুরোপুরি সাপোর্ট করে। আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করি। তাই এখানে ওকে সাপোর্ট না করার মতো কোনও কারণ নেই। আমি অবশ্যই শুভশ্রীকে সাপোর্ট করব।'
সবশেষে বাংলা ছবির পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে রাজ বলেন, 'আগামী ১৪ আগস্ট ধুমকেতু মুক্তি পাচ্ছে। অবশ্যই দেখে আসুন। আমি চাই এই ছবিটি সাফল্য পাক, তার অন্যতম কারণ হল এই ছবিটা আমার বউ শুভশ্রী রয়েছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, বাংলা ছবির পাশে দাঁড়ান। বাংলা ছবিকে এগিয়ে নিয়ে চলুন।'