অগস্ট মাসে রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের সংসার ২ থেকে ৩ জনের হয়েছে। ভূমিষ্ট হয়েছে তাঁদের মেয়ে। দেখতে দেখতে সাত মাস পেরিয়ে গিয়েছে। আর সেই উপলক্ষ্যে এদিন একরত্তির অন্নপ্রাশন বা মুখেভাতের আয়োজন করেছিলেন তাঁরা। সেই ঝলক পোস্ট করলেন অভিনেত্রী।
আরও পড়ুন: 'ঘর ওয়াপসি' ঘটছে যিশুর! ড্যান্স বাংলা ড্যান্সে আসছেন কোন রূপে- সঞ্চালক নাকি বিচারক?
রাহুল প্রীতির মেয়ের মুখেভাত
এদিন প্রীতি বিশ্বাস একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁদের মেয়ে আয়রার মুখেভাতের। সেখানেই দেখা যাচ্ছে সেই খুদে একটি বড় পদ্মের আকারের একটি পাত্রে বসে। তাকে ধরে আছেন তার বাবা তথা অভিনেতা রাহুল মজুমদার। দুধ, ফুলে ভরা সেই পাত্র। আর মা প্রীতি ঘটি করে আয়রার মাথায় জল ঢালছেন।
রাহুলকে এদিন পায়জামা, পঞ্জাবি পরে থাকতে দেখা যায়। প্রীতির পরনে ছিল হলুদ শাড়ি লাল ব্লাউজ। তাঁদের ঘিরে অনেককেই এদিন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ভিডিয়ো পোস্ট করে প্রীতি লেখেন, 'আমাদের লক্ষ্মীর মুখেভাত।'
এদিন এই ভিডিয়োতে তৃণা সাহা, বনি সেনগুপ্ত সহ অনেকেই মন্তব্য করেছেন। খুদের জন্য ভালবাস জানিয়েছেন। দর্শনা বণিক, মিষ্টি সিংয়ের মতো সহকর্মীরাও রাহুল এবং প্রীতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো অগস্টেই রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের সংসারে নতুন সদস্য এসেছে। এই তারকা দম্পতি সেপ্টেম্বর মাসে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন, 'আমরা আনন্দের সঙ্গে ওর নাম ঘোষণা করছি, আয়রা মজুমদার।' প্রসঙ্গত টিভি ৯ বাংলাকে রাহুলরা জানিয়েছেন তাঁরা তাঁদের মেয়েকে বাড়িতে কিট্টু বলে ডাকছেন। বলিউডের তারকাদের এখন ট্রেন্ড হয়েছে তাঁরা প্রথমেই সন্তানের মুখ দেখান না। বরং সন্তান ভূমিষ্ট হওয়ার কিছুদিনের মধ্যেই সন্তানের নাম প্রকাশ্যে আনেন তাও যৌথ ভাবে। রণবীর আলিয়া থেকে বিরত অনুষ্কা সকলেই একই পথে হেঁটেছেন এই বিষয়ে। ঠিক একই ভাবে বলিউডি কায়দায় মেয়ের নাম ঘোষণা করলেন রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস।