বিচ্ছেদ হতে গিয়েও হয়নি, ভাঙা সংসার জোড়া লেগেছে। ছেলে সহজের জন্যই কাছাকাছি এসেছেন রাহুল-প্রিয়াঙ্কা। প্রায়ই ছেলেকে নিয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় রাহুল-প্রিয়াঙ্কাকে। মাঝে-মধ্যে আবার ছেলেকে নিয়ে একসঙ্গে বেড়াতেও যান রাহুল-প্রিয়াঙ্কা। চলতি পুজোতে অবশ্য বেশিরভাগ সময় মায়ের সঙ্গে দেখা গিয়েছে সহজকে, বাবা রাহুলকে তাঁদের সঙ্গে বিশেষ দেখা যায় নি। তবে শেষপর্যন্ত একসঙ্গে দেখা মিলল বাবা-মা আর তাঁদের ছেলে সহজের।
সোশ্যাল মিডিয়ার পাতায় প্রিয়াঙ্কা ও সহজের সঙ্গে ছবি পোস্ট করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নিজেই। যে ছবিতে দেখা মিলেছে রাহুলের মায়েরও, সঙ্গে ছিলেন আরও এক বর্ষীয়ান মহিলা। ছিল তাঁদের আদরের পোষ্যও। ছবিতে সকলকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও সহজ অবশ্য টেবিলের সামনে রাখা একটা চেয়ারে বসে ছিল। আর টেবিলে ছিল একটা কেক, আর এক টুকরো কেক হাতে দাঁড়িয়েছিলেন রাহুল। পোষ্যকে কাছে টেকে সেলফি তুলেছেন প্রিয়াঙ্কা সরকার নিজেই। ছবিটি দেখলেই বেশ বোঝা যাচ্ছে, এটা রাহুলের জন্মদিনে তোলা। গত ১৬ অক্টোবর ছিল অভিনেতার জন্মদিন। বোঝাই যাচ্ছে, ওই বিশেষ দিলটি পরিবার-সন্তানের সঙ্গেই সেলিব্রেট করেছেন রাহুল।
পারিবারিক ছবিটি পোস্ট করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এ বছর অন্য বছরের থেকে আলাদা,তাও সন্তান চাইলে উদযাপন না করলেই নয়, আপনাদের সারাদিন ধরে জানানো ভালবাসায় আমি নিজেকে বিশেষ দিনে কেউকেটা ভাবলাম, ধন্যবাদ আপনাদের সবাইকে’।