অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট জুলাই মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন। তাঁদের আসন্ন বিয়ের উদযাপন করতে চলতি বছরের মার্চ মাসে জামনগরে বসেছিল তাঁদের প্রাক-বিয়ের আসর। বলিপাড়ার সেলিব্রিটি থেকে বহু বিদেশি অতিথিদের সঙ্গে মেতে উঠেছিলেন আম্বানি পরিবার। আর এবার তাঁদের প্রাক-বিয়ের আসর বসতে চলেছে ইতালিতে। ইতালি থেকে ফ্রান্সে একটি বিলাসবহুল ক্রুজের যাত্রার মাধ্যমেই হবে উদযাপন। তাই সোমবার সকালেই রাধিকাকে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা গিয়েছে।
বিমানবন্দরে রাধিকা মার্চেন্ট
সেখান থেকে ফ্লাইটে করে তিনি পাড়ি দেন ইতালিতে। তাঁর পরনে ছিল সাদা টি-শার্ট। এছাড়াও বিমানবন্দরে দেখা গিয়েছে রণবীর সিং, সলমন খান এবং ক্রিকেটার এমএস ধোনিকেও।
বিমানবন্দরে রণবীর সিং ও ধোনি
সাদা টি-শার্ট, কালো হুডি, মাথায় টুপি ও কালো প্যান্টে দেখা গিয়েছিল রণবীরকে, কিন্তু তাঁর সঙ্গে স্ত্রী দীপিকা পাড়ুকোন ছিলেন না। কারণ তিনি গর্ভবতী, আর কয়েক মাসের মধ্যেই তিনি জন্ম দেবেন তাঁদের প্রথম সন্তানকে। অভিনেতা বিমানবন্দরের বাইরে পাপারাৎজিদের দেখে হাতও নাড়েন। অন্যদিকে, এমএস ধোনিকে তাঁর স্ত্রী সাক্ষীর সঙ্গে দেখা গিয়েছিল। সঙ্গে ছিল তাঁদের মেয়ে জিভাও। তবে কেবল রণবীর সিং-ই নন, রণবীর কাপুরও স্ত্রী আলিয়া ভাট এবং মেয়ে রাহাকে নিয়ে পাড়ি দিয়েছেন ইতালির পথে।
জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠান
প্রসঙ্গত, ১ থেকে ৩ মার্চ গুজরাটের জামনগরে বসেছিল অনন্ত ও রাধিকার বিয়ের আসর। সেখানে বানিজ্য জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু বিখ্যাত সব ব্যক্তিত্বরা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন ক্রিকেটারাও।
মেটা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেট, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও এসেছিলেন তাঁদের প্রাক-বিবাহের অনুষ্ঠানে। বিখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা পারফর্ম করেছিলেন। তাছাড়াও ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে দিলজিৎ দোসাঞ্ঝ, অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালও উপস্থিত ছিলেন।
তাছাড়াও তিন খান অর্থাৎ শাহরুখ খান, আমির খান ও সলমন খান একসঙ্গে অনুষ্ঠানে পারফর্ম করেন। উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট, এমএস ধোনিও-সহ আরও অনেকে।